
“বন্ধুত্ব”
হাজার মানুষের ভীড়ে কিছু মানুষ খুব আপন হয় তার মধ্যে কেউ একজন নিজ গুনে হৃদয়ে একটা বিশেষ জায়গা দখল করে নেয়।
সে মানুষটা একটা সময় পরিবারের একজনে রুপান্তরিত হয় আর সে হচ্ছে বন্ধু।
বন্ধু শব্দটার নির্দিষ্ট কোন ব্যাখ্যা হয় না, এর অর্থ ব্যাপক ও বিস্তৃত।আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর ও সুন্দর সম্পর্ক হচ্ছে বন্ধু।কারণ কারো বন্ধু হওয়া যতটা সহজ তা ধরে রাখা ঠিক ততটা কঠিন।
আপনি কখনো কাউকে বলবেন না, তুমি আমার মনের মতো বন্ধু হও। বরং আপনি সব সময় চেষ্টা করবেন তার মনের মতো বন্ধু হতে।
দেখবেন সম্পর্কটা কত মধুর হয়ে গেছে। আটকে রাখার নাম বন্ধুত্ব নয় ববং ছেড়ে দিবার নাম বন্ধুত্ব।
যে কোন সম্পর্কে ভালোবাসা-রাগ, মান-অভিমান, অভিযোগ,সুখ-দুঃখ, হাসি-কান্না, ঘৃণা -কস্ট, আনন্দ-বেদনা, হিংসা, বিশ্বাস-অবিশ্বাস,সম্মান-অসম্মান,স্নেহ- শ্রদ্ধাবোধ, সব থাকবে। আর সব কিছু পিচনে পেলে, সব ভুলে যে সম্পর্কটা সামনের দিকে এগিয়ে চলে সেটা হলো সত্যিকারের বন্ধু।
আমার কাছে বন্ধু মানে একটা আত্নার দুটি মানুষ।
তাই চেষ্টা করবেন একজনের মানুষের খুব ভালো বন্ধু হতে। যাতে সময়ের কারণে একদিন তার জীবন থেকে আপনি হারিয়ে গেলেও সে আপনার বন্ধুত্বটা সারাজীবন মনে রাখে।
প্রথম লেখাঃ০৪-০৫-২০১৮ইং।
আলিফ
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেছেন। বন্ধুত্বে নির্মল ভালোবাসা , সুখ-দুঃখের লেনাদেনা, মান-অভিমান থাকলে সেই বন্ধুত্বটা আমৃত্যু বেঁচে রয়। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ দিদি ভাই।
বন্ধুত্বে রাগ,ঝগড়া,কষ্ট,মান অভিমান থাকবেই, এগুলো পিচনে ফেলে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবার নামেই বন্ধুত্ব।
কামরুল ইসলাম
বন্ধুত্বের সোহার্দ্যপূর্ণ হোক পৃথিবী
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক যেখানে কোন চাওয়া পাওয়া থাকে না।
ভালো থাকুন।
কামরুল ইসলাম
অনেক শুভ কামনা আপু
ফয়জুল মহী
মননশীল অভিব্যক্তি । পড়ে অভিভূত হলাম
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক প্রতিটা সম্পর্ক ভালোবাসা আর সম্মানে।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, পৃথিবীতে একমাত্র খাঁটি সম্পর্কের নাম বন্ধুত, যা চির অমলিন।
জাস্ট ফ্রেণ্ডের কথা তো কিছু কইলেন না!
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
পৃথিবীতে নিঃস্বার্থ সম্পর্ক বন্ধুত্ব।
বেঁচে থাকুক প্রতিটা সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসায়।
জাস্ট ফ্রেন্ডের কথা আরেকদিন বলবো 🙂
কামাল উদ্দিন
আপনি কখনো কাউকে বলবেন না, তুমি আমার মনের মতো বন্ধু হও। বরং আপনি সব সময় চেষ্টা করবেন তার মনের মতো বন্ধু হত…….খুব চমৎকার কথা বলেছেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
সবাই আমার মনের মতো বন্ধু হতে পারবে কিন্তু কতজনের মানের মতো হতে পারলাম সেটা বড় বিষয়।
আমি চাই সবার মনের মতো বন্ধু হতে।
রেহানা বীথি
আমারও তাই মনে হয়, পৃথিবীর সবচেয়ে মধুর আর সুন্দর সম্পর্ক হল বন্ধুত্ব।
ভালো লাগলো আপনার লেখা।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ আপু।
বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক, বেঁচে থাকুক প্রতিটা সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসায়।
ভালো থাকুন।
হালিম নজরুল
আসলেই তাই, পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কের নাম বন্ধুত্ব।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম, শুকরিয়া।
ভালো থাকুন।
আরজু মুক্তা
আমার এক বান্ধবী আছে। আজ থেকে ২৮ বছর ধরে বন্ধুত্ব।
আর এটা আত্মিক। অবশ্যই স্যাকরিফাইস থাকতে হয়।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ আপু।
ওয়াও ২৮ বছরের বন্ধুতের জন্য অভিনন্দন ও শুভ কামনা রইল।
ভালো থাকবেন।
তৌহিদ
বন্ধুত্ব বলে কয়ে হয়না। এমনিই হয়ে যায়। তবে মনের মিল থাকতে হবে তবেই।
ভালো লিখেছেন আপু।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
মনের মিল না হলে কখনো বন্ধুত্ব হয়না।
তারপর পরস্পর সহযোগিতা মানিয়ে নেওয়ার মাধ্যমে বন্ধুত্ব টিকে থাকে।
ভালো থাকুন।
দালান জাহান
আপনি সুন্দর বলেছেন কিন্তু ইচ্ছে করলেই পৃথিবীটা যদি সুন্দর হতো তাহলে এতো দুঃখ ব্যথা থাকতো না মানুষের মনে। সব উজাড় করে দিয়েও কাঁদতে হতো না ।
সুরাইয়া নার্গিস
ধন্যবাদ ভাইয়া।
বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক, বেঁচে থাকুক প্রতিটা সম্পর্ক শ্রদ্ধা আর ভালোবাসায়।
ভালো থাকুন।