বন্ধু,তুই কেমন আছিস!

মনির হোসেন মমি ১১ জুলাই ২০১৫, শনিবার, ০৯:৫০:৪৭অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য

admin-ajax.phpবন্ধু তুই কেমন আছিস
পরপারে,
আমায় তুই দেখা দিস সেখানে
হাসবো খেলবো দুজনে
বন্ধুত্তের হাত বাড়াবো
খোলা মনে,
বন্ধু তুই কেমন
পরপারে,
আমায় তুই দেখা দিস পরপারে।

বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
ছোট বেলার কত সৃতি মনে পড়ে
এমনি ঝড়ো বর্ষার দিনে,
তোর কি মনে পড়ে!
সেই আম তলায় ঝড়ে লুটোপুটি খাওয়া
এক নজর প্রিয়া দেখার অদম্য ইচ্ছায়।

বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
মনে শুধু মনে পড়ে
স্কুল পালানো সেই সব কাহিনী
সাভার স্মৃতিসৌধ দেখার সাধ
সে দিন ছিলো কপালে দূর্গোতি নির্ঘাত।

বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
জীবনকে কেনো করলি এতোটা অবহেলা
স্বপ্লায়ুতে অক্কা পেলি
জগৎ-সংসার সবই ছাড়লি।

বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
আজো বৃদ্ধ মায়ের স্নেহের চোখ খোজে বেড়ায়
জীবিত তোর বন্ধুদের আনাগোনার মাঝে
হায়!সবাইতো আছে দেখছি দিব্যি
শুধু নেই তুই,
তোর বিহনে দু'নয়ন স্নেহের জলে ভাসে।

বন্ধু তুই কেমন আছিস
পরপারে,
সমরটা তেমনি আছে যেমনটি দেখেচিস
মোহরটা বোমা ফাটিয়ে প্রেমিকাকে সাথে করে
করছে দিব্যি ঘর-সংসার,
খোকটার সংসার হলো যে ছাড়খার
শুণ্য ঘর কাদে,
কালাম,রফিক,মিনা,শিরিনা আরো যারা আছে
হয় দেখা মাঝে মাঝে,
শুধু হয় কূশল বিনিময়
আড্ডার সেই সময় আজ নেই তাদের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ