বন্দী তুমি

সঞ্জয় মালাকার ২২ মার্চ ২০২০, রবিবার, ০৬:৪১:২০অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

বন্দী তুমি,,

বন্দী তুমি দেয়াল বন্দী
চার দেয়ালের ঘরে,
শহর বন্দী মায়া বন্দী
মা হারা সেই মেয়ে!
বন্দী ঐ বাবুর হাঁটে...
স্বপ্ন বন্দী চোখে
কাজল বন্দী আলতা পায়ে
শরীর বন্দী কায়া বন্দী -
পুরুষ তান্ত্রিক দেশে!
বন্দী তুমি দেয়াল বন্দী
আলো ঝলমলে রাতে,
মায়া বন্দী কায়া বন্দী
যৌবন বন্দী ভাতে!
রূপ বন্দী নাগরধুলায়
টগর ময়না মতি,
শহর বন্দী ঐ মেয়েটা
নিত্য হারায় গতি!
নিয়ম করে নিত্য দিন'ই
আসবে নাকি রাতে
বন্দী আমি বিছানাতে
গাঁয়ের গন্ধ তুলে!
বন্দী তুমি দেয়াল বন্দী
চার দেয়ালের ঘরে
হারায় তোমার স্বপ্ন গতি
শরীর ভাঙার বাঁঝে!
বন্দী তুমি শরীর খেলায়
বিছানাতে হয় চুক্তি,
বন্দী ঐ বাবুর হাতে
রূপের যতো ভক্তি!
বন্দী আমি শহর বন্দী
স্বপ্ন বন্দী চোখে,
চার দেয়ালের ঘরে বন্দী
লাজ লজ্জা ভুলে!
পুরুষ তন্ত্র এ সমাজে
বন্দী স্বাধীনতা,
বন্দী ঐ চার দেয়ালে
লিখছি মনের কথা।

ছবি সোনেলা ব্লগ থেকে শোয়ার    //

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ