বন্দিত্বের দিন-যাপনে

ছাইরাছ হেলাল ২ অক্টোবর ২০২০, শুক্রবার, ১১:১৮:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

নাগরিক বন্দিত্বে একাকার আমার এ বন্দিত্ব,
ঝলমলে আলোয় নিঃশ্বাস নিচ্ছে বুক ভরে,
দারুণ কৌতূহল-আনন্দে;

যদিও এখানে রাহুগ্রস্ত সূর্যোদয়-সূর্যাস্ত
প্রীতিতির মিলন হাওয়া সচল-সবল
দারুণ কর্মক্ষমতায় উপরে উপরে
উপর চালাকিতে;

দখিনা উল্লাস একফোঁটা-ও গলে পড়ে না
গরিমার দেয়াল-ছিদ্র বেয়ে,
শার্সি আঁটা হিম ঘরে মুখে-বুকে কুলুপ এঁটে
শোক-জ্বালা-জড়া বুকে বেঁধে সং সাজি সং খেলি;

লীলাময় ঐ ঝলমলে চৌরাস্তায় ইচ্ছে হয় না
পা-ফেলি, পা-দেই।
দু’চারটে কেনাকাটা বেসামাল ভেজালের ভিড়ে
চালু থাকে চালু রাখি আত্মবিস্মৃত হতে হতে;

ম্লান হেসে গ্রাফিতি দেয়াল একাকী নিঃসঙ্গ
ঘাড় গুঁজে পালিয়ে বাঁচে,
নির্লজ্জ শহুরেপনা ধিক তোমাকে, এ-বেলা।

এ শহর আমাকে নেবে-না,
আমিও-না।

স্বপ্ন ইচ্ছে নিয়ে দু’চোখ শুধুই নিঝুম-বসতির ছবি আঁকে,
সারা-বেলা সারাদিন, এই প্রাণের মন্বন্তরে।

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ