বনবাস নৈবচ নৈবচ

ছাইরাছ হেলাল ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ০৯:১৯:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

কষ্টে-সৃষ্টে বেঁচে থেকে ভাবি,অন্ধময় জীবন হলেও মন্দ কী!
অন্তর্ভেদে/অর্থভেদে কত কী পড়ে-টড়ে ফেলি, দেখেও ফেলি,
শুশ্রূষার দেয়ালে গা-এলিয়ে নীল আকাশে চোখ রাখি,
জীবনের হাঁটা পথে হাঁটতে হাঁটতে অনিবার্যতায় মেনে নিয়েছি
প্রত্যাঙ্গিক সকল ক্ষতি;

মেঘ-প্রতিমায় চোখ রেখে অবলীলায় সাঁকো পাড়ি দেই,
রোদহীনতায় ভাবি, এই ত জীবন, অলক্ষ্যে হাসে ঝড়ের-বৃষ্টি।

অনঙ্গ আলস্যের কোন এক বিকেলে উদ্বাস্তু শহরে মৃতদের
উল্লাস শুনতে পাই, অনায়াস শ্মশান কোলাহলে, এক গ্রাসে গিলে ফেলা
করোনারা ভিড় করে আঙ্গিনা জুড়ে,
এক অনাবৃত শবদেহদের নিয়ে হেঁটে যাই মিছিলে মিছিলে;

বিবাগী সময়, বনবাসে সে এবার যাবেই,
কিন্তু শীত-বসন্তের হাতছানি কী করে সে এড়ায়?

*****মুক্ত ! সে না-কী দশ-কুড়ি অণুগল্পের লেখা লিখে ফেলেছে!!!!!!!

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ