বদলে যাওয়া দেশ প্রেম

সকাল স্বপ্ন ১৬ মে ২০১৬, সোমবার, ০৮:৪০:২৪পূর্বাহ্ন এদেশ, সমসাময়িক ১১ মন্তব্য

\|/ \|/ \|/ \|/ \|/ (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y) (y)

আমরা বদলে গেছি হয়তো সময়ের পরিবেশে কতটা তা আমরা জানি এই বদল
সুখের তবে অতটা গর্বের নয় জানি এটা মেনে নেওয়া এতটা সুখকর নয়,
দেশ প্রেম অনেক টা আমাদের বেড়েছে কিন্ত ততটা নয় যা অনেক টা
ধরে রাখা ইমান এর মতো এক প্রকার দুই নৌকায় পা দেওয়া মতো,

১৯৭১ সালের মহান দেশ প্রেমিকদের শহীদ এর রক্তের বিনিময়ে আমদের এইb
মাতৃভূমি অর্জন এবং হাজারো মা বোন এর সতীত্ব সেই এক ই অবধান রয়েছে,
তবুও আমরা ঠিক সেই রকম দেশ টি পাই নি যার স্বপ্ন মহান রা দেখেছিলো!
আজ এই পৃথিবী আমাদের বাঙ্গালি নামে জানে যে দেশের সংগ্রাম হয়েছিলো সুধু
মাত্র মায়ের মুখের ভাষার জন্য!

একটা সময় ছিল যখন দেশের ধামাল ছেলেরা নিজেদের সবচেয়ে ভালো টা খেলেও ;?
হারের মুখটা নিয়ে মন খারাপ করে এই আশায় থাকতো এই বুজি বাংলার জনগণ
তাদের পাশে এসে দারিয়ে মনে সাহস জোগাবে আর বলবে আমরা আছি ধাকবো!
১৬ ই ডিসেম্বর,২১ সে ফেব্রয়ারি,২৫সে মার্চ, আমাদের দেশ প্রেম বালতি উপচে
পড়তো সেটা আবার মাটিতে ঘরাঘড়ি খেয়ে শুকিয়ে মিশে যাবার আগে নববর্ষ
এর সময় আবারো কিছুটা ভিজতো যা তামাসার প্রেমিক এর মতো, ;? :c :c :c :c :c :c :c

কিছু সময় এর জন্য জাতীয় পতাকা নিয়ে দেশ প্রেম পাগলামি সীমা ধরে রাখা যেত না।
তবে আজ সেই একই পতাকা রোড,ঘাট, শহর,বন্দর,মাঠে,সব রকম স্থানে দেখা মিলে
এ যেন এক দেশ প্রেম এর বন্যা,যা চোখের পাতা ভিজাবার জন্য যথেষ্ট,
সবকিছুর পরও একটাই চাওয়া দেশ প্রেম বুকের উপর পতাকা রেখে যথেষ্ট নয়
বরং তা বুকের ভেতর রেখে অনুভব করে সেই অনুযায়ি দেশের জন্য কিছু করার
প্রচেষ্টা রাখাই হল দেশ প্রেম! (3 (3 (3 (3 (3 (3 (3 (3 (3

অভিনন্দন তাদের যারা নতুন করে দেশকে ভালবাসতে চাইছেন! (y) (y) (y) (y) (y) (y) (y) (y)

দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালবাসুন দেশের সম্পত কে ভালবাসুন তবেই
দেশপ্রেম মনে প্রানে রবে!অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন ও ভালোবাসা রইলো
বাংলাদেশ ক্রিকেট টিম ও তার প্রতিটা সদ্যস কে তাদের অবদান এই দেশ প্রেমকে এক সুতোয় বাধার জন্য অনুপ্রেরনা দেওয়ার আমাদের মাঝে!
আমরা মা কে অবহেলা করবো না তবেই দেশ অবহেলিত হবে না কারন ভালবাসার
সুতোর টান সেখান থেকে সুরু!

জয় বাংলা জয় বাংলাদেশ ভালোবাসা চিরজীবী হোক! :v :v :v :v :v :v :v (3 (3 (3 (3 (3 (3 (3 (3
সকাল সপ্ন 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ