বকুল ফুল

সুরাইয়া নার্গিস ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ০৫:২৬:৩৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

বকুল ফুল।

অনেক বছর পরে যখন গেলাম গ্রামে, আমার চেনা বকুল গাছটা নেইতো সেখানে!

কেঁদে কেঁদে বুক ভাসালাম নয়নের জলে,সহপাঠিরা  বললো আমায় বকুল গাছ দেব চিনিয়ে।

গাঁয়ের মেটো পথ ধরে এখানে, ওখানে কত ফুলের বাগান দেখলাম আমার বকুল নেই সেখানে।

খোঁজে খোঁজে ক্লান্ত হয়ে ফিরলাম আমি বাড়ি, সহপাঠিদের সাথে সেদিন দিলাম আমি আড়ি।

বাবা বললেন বকুল গাছ চিনতে যদি চাও, কাল সকালে আমার পিচু নিও, এখন আমি যাই।

রাতের ঘুমকে দিলাম ফাঁকি, হঠাৎ শুনি ডাকছে পাখি। তার মানে ভোর হয়ে গেছে, নিতে হবে বাবার পিচু।

তাড়িতাড়ি বিছানা ছেড়ে ছুটে গেলাম বাবার ঘরে,

বাবা তুমি ঘুমোচ্ছে.?

মলিন মুখের কথা শোনে বাবা হেসে বললেন, তুমিও দেখি ঝিমাচ্ছো.😂

বাবা চল তুমি আমার বকুল ফুল চাই, বাবার সাথে হাঁটতে বেরুলাম, খোঁজব বকুল তলা।আমার আবার ভিশন প্রিয় বকুল ফুলের মালা।

বাবা আমার ভিশন প্রিয় আবদার পূরনে, পরিচিত সবার কাছে প্রশ্ন করলো বাবা,আর কতদূর গেলে পাব আমরা বকুল।

সামনে গ্রামের পরে পাবেন ছোট নদীর বাঁক, নদী পেরোলেই দেখতে পাবেন ছোট্র নতুন হাট।

হাটের পাশেই আছে এক নার্সারী গাছের বাগান, তার কিছুদূর পরেই পাবেন বকুল গাছের সন্ধান।

ধন্যবাদ দিয়ে বাবা এগিয়ে চললেন আবার,পিচন ফিরে দেখলেন বাবা হোঁচট খেয়ে পড়ে আছি আমি।

ভাগ্যিস হাটুর চামড়া ওঠেছে দেখ বাবা,কেটে যায়নি তো বলেই হাসলাম আমি।

বিষন্ন মুখে বাবা তাকালেন ক্লান্ত আমার দিকে, কয়েক মাইল পথ হেঁটে এসেছো বকুল গাছের খোঁজে।

অথচ রিক্সা ছাড়া চলতে পারো না কয়েক কদম রাস্তা। সেই তুমি আজ হেঁটে চলছে তা দেখে, মনে লাগছে আমার ব্যাথা।

সমানে তাকিয়ে পা বাড়িয়ে চমকে উঠি বকুল ফুলের গন্ধে মউ মউ করছে চারদিক।সত্যি বাবা আমি পেয়ে গিয়েছি বকুল গাছের খোঁজ।

দু পা বাড়িয়ে দেখি আমার  কাঙ্খিত সেই বকুল গাছ শত ফুল ছড়িয়ে আছে বকুল গাছের তলে, মুগ্ধ আমি এমন দৃশ্য দেখে।

কিছু ছেলেমেয়ে বকুল কুঁড়াচ্ছে মালা গেঁথে বিক্রি করবে বলে, কেউ বা সখের মালা বানাবে গলায় পড়বে বলে।

আমিও দু-হাতে ভরে সাধ্য মতো কুঁড়িয়ে নিলাম কিছু ফুল,বাবার হাতের ব্যাগটা যেন অল্প ভরেছে অল্প কিছুদূর।

গাঁথবো মালা, সাজিয়ে দিব আমার রুমের চারপাশ, চাইলে বাবা তোমায় দিব একটুখানি সুভাস।

বাবার মুখে ফুটলো হাসি, মেয়ে খুশি দেখে, ইসস অবশেষে পেলাম আমরা বকুল গাছের খোঁজ।

ছবিঃ বকুল ফুলের না, নেট থেকে নেওয়া ছবি।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ