- তুমি রবে মোর হৃদয়ে
শত ভাবনার এক নতুন উৎপত্তি...
হইও তুমি বইয়ের পুকা ছেলে বেলার সাথী,
দক্ষ হবে জীবন তোমার সকল কাজের সাথী!
- ৷ সই ।
- যাওনি তুমি পাঠশালাতে
নাওনি হাতে বই ,
জীবন তোমার মিথ্যে কাজে
পড়ে থাকবে সই!
সুই গো বই কে তুমি পুঁজি কর
জীবন গড়ার কজে ,
কাজ গুলুও দেবে স্হান
শিক্ষা দীক্ষার মানে!
সই গো বই পড়িলে মাণিক পাবে
পাতায় পাতায় মুক্তা,
জ্ঞান হবে বুদ্ধি হবে তোমার সততা?
সই গো হবে তুমি দেশের সেরা
দশের মাঝে এক,
মুক্তা মাণিক সবি তোমার
শিক্ষা পরিবে!
সই গো খেলতে মাঠে হাসবে জীবন
হাসবে পাড়াপড়শি,
শিক্ষা হবে সঙ্গী তোমার
নিত্য প্রতিবেশি!
সই গো নতুন যোগে নতুন পাতা
নতুন কিছু শব্দ,
শিক্ষা নামক শব্দ গুলো
মধুর আনন্দ!!
- ০৯-০২-২০১৯//
Thumbnails managed by ThumbPress
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
জীবনকে সুন্দর ভাবে নির্মাণ করতে শিক্ষার বিকল্প নেই। আর সেই শিক্ষায় দীক্ষিত হতে হলে বই পড়া গুরুত্বপূর্ণ। বই নিয়ে সুন্দর কবিতাটি পড়ে ভালো লাগলো দাদা।
শুভ কামনা রইলো 🌹🌹
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দিদি, কৃতজ্ঞতা
ঠিকই বলেছেন দিদি জীবনকে সুন্দর ভাবে নির্মাণ করতে শিক্ষার বিকল্প নেই।
শুভ রাত্রী, ভালো থাকুন সব সময় শুভ কামনা।
শুভেচ্ছা জানাবেন দিদি //
কামাল উদ্দিন
ডিজিটালের চাপে বইয়েরা আজ দিশেহারা, আমাদের সন্তানরা এখন বই থেকে বেশী ভালোবাসে মোবাইল ফোনকে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা,
ঠিকই বলেছেন আমাদের সন্তান বইয়ের চেয়ে বেশী মোবাইল প্রেমী।
সুন্দর মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা, ভালো থাকুন সবসময় শুভ কামনা।
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
পড়ার বিকল্প কিছুই তৈরি হয়নি, হবেও না,
অতএব পড়া এবং পড়া।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
ঠিক বলেছেন দাদা পড়ার বিকল্প কিছুই নেই।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
নিতাই বাবু
“সই গো বই পড়িলে মাণিক পাবে
পাতায় পাতায় মুক্তা,”
আগেকার মানুষ এটা বুঝত না বলে ঘরেঘরে নিরক্ষর বেশি ছিল। সেইদিন পেরিয়ে আমরা এখন শিক্ষিত জাতি। ঘরেঘরে শিক্ষিত মানুষের অভাব নেই! তবুও আপনার কবিতার এই আহবান সকল সোনামণিদের শোনা উচিৎ বলে মনে করি।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা কৃতজ্ঞতা
সুন্দর মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
দাদা বই পড়িনি বলেই তো মাটি পেয়েছি,
দাদা আগেন দিনে তাঁরাই ছলো বলা
তাঁরাই ছিল সোনা,সোনার বাংলা সাজিয়ে ছিলে,
নিরক্ষর ছিলো বলেই ছিলো সততা!
এখন শিক্ষা আছে, নেই সততা
নেই যে সত্যের দ্বারা!
দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
শিক্ষাই জাতির মেরুদন্ড। আগে বই উপহার দেয়া নেয়ার রীতি ছিল। অবসরের সঙ্গী ছিলো বই পড়া । এখন সেখানে ভার্চুয়াল জগতের আগ্রাসন। লেখাপড়ার বাইরে এখন বই পড়াটা নেই বললেই চলে। ধন্যবাদ দাদা এমন সুন্দর বিষয় কবিতায় রূপ দেয়ার জন্য
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দিদি কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা ,
এই ভার্চুয়াল জগতের আগ্রাসনে জীবনটা রয়েছে অন্ধকার ঘরে, বই কে সঙ্গী করতে পারিনি বলেই আজ মাটির সাথে যুদ্ধ করি, দৈনিক স্লোগানে,
দিদি আপনার জন্য অনেক অনেক শুভ কামনা,
ভালো থাকবেন সবসময় //
সুপায়ন বড়ুয়া
“যাওনি তুমি পাঠশালাতে
নাওনি হাতে বই ,
জীবন তোমার মিথ্যে কাজে
পড়ে থাকবে সই!”
সুন্দর তো। একদিম সত্যি কথা
ভালো লাগলো। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শ্রদ্ধে দাদা মন্তব্যে মুগ্ধতা ও কৃতজ্ঞতা,
সত্যি দাদা আমার জীবনটা মিথ্যে কাজে পরে রয়েছে,
কারণ যাইনি আমি পাঠশালাতে।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা🌹🌹
ফয়জুল মহী
অপূর্ব I পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত,। ভালো থাকুন সবসময় নিরন্তর কামনা রইল।
জিসান শা ইকরাম
বই আমাদের পড়তেই হবে, এর বিকল্প নেই।
ভাল হয়েছে কবিতা।
সঞ্জয় মালাকার
সত্যি ভাইজান শিক্ষার বিকল্প কিছু নেই,
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
তৌহিদ
শুধু শিক্ষার জন্য নয় নিজেদের জ্ঞান বৃদ্ধির জন্যেও বইয়ের বিকল্প নেই। ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
দাদা দেশ বিদেশ ঘুরে যা পাইনি, আমি তা পেয়েছি এই বইয়ের ভিতর,
আমি জীবনেও লক্ষ্য জ্ঞান শিক্ষা সব পেয়েছি,
আমি কখনে হাতে কলমে লিকতে পারতামনা, কিন্তু এখন আমি মোটামুটি হাতেো লিখতে শিখেছি এই বই পড়ে এবং আপনাদে লেখা পড়ে। তা শিক্ষা জ্ঞানের বিকল্প কিছু নেই।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
সঞ্জয় মালাকার
হাতেও লিখতে শিখেছি / তাই শিক্ষা শিখার বিকল্প কিছু নেই ।
ইসিয়াক
আসলেই বই পড়ার বিকল্প কিছু নেই।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
দাদা জ্ঞান অর্জনে এই বই’,ততা বইয়ের বিকল্প কিছুই নেই।