বই রিভিউ—নদে

জি.মাওলা ২৯ ডিসেম্বর ২০১৪, সোমবার, ১২:৫৫:০৯পূর্বাহ্ন বিবিধ মন্তব্য নাই

 বইঃনদে

লেখকঃসেতিল বিয়োর্নস্ত  

 

 

উপন্যাসটা নরয়াজিয়ান লেখক সেতিল বিয়োর্নস্ত ।যেখানে এসেছে বাংলাদেশের কথাআর ঘটনা মিঠু বড়ুয়া নামের এক বাংলাদেশি যুদ্ধ শিশুর।

শৈশবে মিঠু পরিবার প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রামে টিকতে না পেরে ঢাকায় আসে।বাবা জিয়া( শাহজালাল) এয়ারপোটের পোটার। বড়বোন অনামিকা ডাক্তার হবার স্বপ্ন দেখে। এমন সময় বাবাকে হত্যা করে স্মাগলাররা। আর বোন এক প্রতিবাদি মিছিল হতে হারিয়ে যায়। বাবা ও বোনকে  হারিয়ে আবার চট্টগ্রামে ফিরে আসে বালক মিঠু। ঠায় হয় রাস্তার টোকায়দের সঙ্গে। ডাসবিনের পরিতাক্ত খাবার খুধাত্ত কুকুরদের সঙ্গে ভাগ করে জীবন চলে তার।

এমন সময় স্বাধীনতা যুদ্ধে গেরিলা বাহিনির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে মিঠু বান্দরবন রণাঙ্গনে। যুদ্ধের নির্মমতা, হতাহতের ভিতর হতে তাকে উদ্ধার করে নরওয়েজীয়ান ধর্মযাজক।

দেশত্যাগ করে ঠায় হয় এক বাইবেল স্কুলে। বড় হয়ে টুরিস্ট হয়ে আবার ফিরে আসা স্বদেশে। 

সব মিলিয়ে জীবন সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে বই টিতে।  

>> বইটি লেখক অনুবাদক ও নোরলার সৌজন্যে বিনামূল্যে বিতরণের জন্য। আমি কিনেছি ৪০ টাকা দিয়ে।

0 Shares

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ