আমি বই মেলায় গিয়েছিলাম
বেশ কিছু অক্ষর এদিক ওদিক পড়ে আছে দেখলাম।
শ্বাস কস্টে পীড়িত বেশ কয়েকজন,
কেউবা নানাবিধ যন্ত্রণায় ক্লিষ্ট সঙ্কট প্রাণ ।
একদল মানুষকে জোটবদ্ধ দেখলাম ,
দেখলাম উদ্দীপনায় ভরপুর, বিশ্বাসে জলন্ত দুপুর ;
খুব সামান্য ক’জন, ওদের কাছেই গিয়েছিলাম ।
নিঃস্বার্থ তাগিদ আর স্বভাবজাত মগ্ন ধ্যান
আপ্রাণ চেষ্টায় উৎসর্গ, সচল করতে মানুষের জ্ঞান।
বাকিদের কেউ প্রেম পিয়াসী, তৃষ্ণায় কাতর
হাতধরাধরি চলা, একে অন্যে এলিয়ে পরা তাতেই বিভোর ।
আরেকদল, ওরা কি মানুষ?
নাকি মানুষ অবয়বে নিকৃষ্ট পশু, নিকৃষ্টতর !
কামনার উদগ্র শিখা, চোখেমুখে উল্লাস ।
এমনি রোগাকান্ত বই মেলায় আমি গিয়েছিলাম,
একটা বই খুলতেই , অক্ষরগুলো সব একত্রিত হল
সাদা কাগজে খন্ড খন্ড চাকরীর বিজ্ঞাপন দেখলাম ।
বই পরেনা কেউ, লেখাপড়ায় ভরেনা হাভুখ পেট
ইন্টারনেট, গুগুল প্রয়োজনে তাতক্ষনিক ছায়াপথ,
চাহিবামাত্র তাৎক্ষনিক চা কিংবা কফি পট।
এখন আর অযথা সময় নস্ট করেনা কেউ,
বইয়ের মাঝে মুখগুজে আনন্দলোকে করেনা বিচরণ;
বই মেলায় বই, নিপীড়িত বর্ণ এখন চাকরীর বিজ্ঞাপন।০৫/০২/১৫
Thumbnails managed by ThumbPress
১১টি মন্তব্য
অরুনি মায়া
আসলেই দিন যত যাচ্ছে মানুষ বই পড়ার আগ্রহ হারাচ্ছে | উন্নত প্রযুক্তির কল্যাণে মানুষ ইন্টারনেট থেকেই জেনে নিচ্ছে সবকিছু, হারিয়ে যাচ্ছে বইয়ের পাতা |
পারভীন সুলতানা
গাদা বই না ঘেটে অল্প পরিশ্রমে প্রয়োজন মেটাতে চায় এখন সবাই। আর তাই এই দুর্দশা
শুন্য শুন্যালয়
বইয়ের পাতার ঘ্রাণের মত সুগন্ধ কি কোথাও আছে আপু? সবাই বুঝবে একদিন, নিশ্চয়ই বুঝবে।
সবাই পড়ার চাইতে এখন লিখতেই চায় বেশি, এটাই সমস্যা আপু। বইমেলার দৃশ্যের যে বর্ননা কবিতায় ফুটিয়ে তুললেন, তা পড়ে আমি বা আমরাও এখন শ্বাসকষ্টে ভুগি।
বই এর পাতার মত ভাজ তো করতে পারিনা ই-বুকে আপু 🙁
পারভীন সুলতানা
পৃথিবীর সর্বত্র মানুষের এখন আমূল পরিবর্তন হয়েছে । যুবকেরা অল্প পরিশ্রম আর অল্প সময়ে অনেক আয় করতে চাই। শিক্ষা অরজনের চাইতে সার্টিফিকেট অরজন এখন লক্ষ্য । জ্ঞানার্জনের চেয়ে প্রয়োজন মেটানোই বেশি দরকার । আর তাই পারিবারিক মূল্যবোধ কমেছে শুন্যের কোঠায় । আমরা সব হারিয়ে ফেলছি, কি যে দরিদ্রতা আমাদের ……………………।
অনিকেত নন্দিনী
প্রিয় মানুষের ছবি দেখা আর রক্তমাংসের মানুষটাকে ছুঁয়ে দেখা এক হলো? ই-বুক আর বইয়ের মাঝে ঠিক এমনই পার্থক্য। 🙁
পারভীন সুলতানা
খুউব সুন্দর বলেছেন’ত । ছবি দেখা আর ছুয়ে দেখার মধ্যে যে বিস্তর ফারাক । ঠিক বলেছেন, মনে থাকবে কথাটা
অনিকেত নন্দিনী
এইটা একেবারেই বাস্তব জীবনের উপলব্ধি।
পারভীন সুলতানা
ধন্যবাদ আপনাকে
পারভীন সুলতানা
খুউব সুন্দর বলেছেন’ত । ছবি দেখা আর ছুয়ে দেখার মধ্যে যে বিস্তর ফারাক । ঠিক বলেছেন, মনে থাকবে কথাটা
রিমি রুম্মান
তবুও কেন যেন বই মেলা এলে ভেতরে তীব্র হাহাকার নিয়ে ছটফট করি। স্বজনদের দিয়ে বই কিনিয়ে বিদেশ বিভূঁইয়ে নিয়ে আসি। বইয়ের তৃপ্তি কি ই বুকে মেটে, আপু ?
ভাল থাকুন অনেক।
পারভীন সুলতানা
বইয়ের পাতায় পাতায়, বিনে সুতায় গাথা আমি, আপনি আমরা যে ভাই । ঈ বইতে তার কি অবকাশ আছে ? নেই । আপ্নিও ভাল থাকুন।