নীল আলোতে চ্যাটের সুরু ফেসবুক জনগণের
লাইক কমেন্ট দিয়ে পসার বাড়ানো কারগিল যুদ্ধের
শীতের কম্বলে উষ্ম শ্বাস
নিরীহ প্রেমিক প্রেমিকার সর্বনাশ
মনের দরজা উদার হয়ে সলমন খানের তেরে নাম
জেনে রেখো সুখমৃত্যু অবধারিত মাথা থেকে বেরিয়ে যাবে সব সর্বনাম
পায়ের হাতের কুকুরের ছবিতে ৪০০ লাইক
পর্নোগ্রাফীতে সুন্দরী মেয়েদের হাই স্ট্যাটাসে কমেন্টের বিস্ফোরন
আনন্দে সব আত্মহারা
সেলিব্রটিদের আধা পর্ন পিকতে বর্ষায় গালির শিহরণ
কিছু মহাপুরুষ ইনবক্সে মজা নেন
আউটবক্সে চিনতে পারেন না
ধন্য জুকেরবার্গ ধণ্য সৃস্টি
প্রেমের নামে একাধিক দেহ উপভোগের দারুণ আয়োজনের লিস্টি
না আছে কোন এইচ আই ভি পজিটিভ আর পকেটে কনডোম নিয়ে ঘোরার ব্যাপার স্যাপার
১০০০এম বি নেট আর বাড়ির দরজা বন্ধ করা একটা ল্যাপটপ আর স্মার্ট ফোন
চালু হয়ে যায় যুবক আধাবুড়োদের অন্তরঙ্গ ম্যাসাঞ্জারের প্রেমলীলার বাহার
ধন্য আঠারো প্লাশ ধন্য সানি লিওনে ধন্য সাকিরা ধন্য বিশ্ব পর্ন সাইট
সকাল বিকেল দুপুর সবসময় হচ্ছে লেট নাইট শো
আর হচ্ছে গুড নাইট¡
Thumbnails managed by ThumbPress
১২টি মন্তব্য
ভোরের শিশির
সবকিছুতেই ভাল এবং মন্দ দুইই থাকে। আপনি শুধু মন্দটাই হাইলাইট করলেন 🙂
অরুনি মায়া
ফেস বুকের ইতিবাচক আর নেতিবাচক দুটো দিকই আছে | এখন নির্ভর করে কে কোনটা বেছে নিবে |
শুভ মালাকার
আপনার উপস্থাপনায় আমি সহমত প্রকাশ করছি । কারন ফেসবুকে এমন-ও ব্যাবহারকারী আছেন, যারা এটা বুঝেননা যে, ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। (যার কারনে, অনেক সময় দেখা যায় অসামাজিক বিষয়ের উপস্থাপন-ও করা হয়ে থাকে এখানে)
আর এটার প্রমান তখন-ই পাওয়া যায়, যখন একটা স্ট্যাটাসে শুধু মাত্র “লাইক” পাওয়া যায়। শ’য়ে-শ’য়ে লাইক পড়লেও কমেন্টের সন্ধান পাওয়া দূষ্কর হয়ে পরে। আর “কমেন্ট” পাওয়া গেলেও এর অধিকাংশ ওযৌক্তিক বলেই মনে হয়।
*** কারনে-অকারনে কোন ভালো কিংবা খারাপ কোন ছবি “ট্যাগ” করাও আরেকটা বিরক্তিকর অবস্থার প্রকাশ করে।
তবে এটাও স্বীকার করাটা অতি জরুরি যে এর-ও(ফেসবুক) অনেক ভালো দিক আছে।
ভাল থাকবেন -{@
শুন্য শুন্যালয়
সবাই মূলকথা গুলো আগেই মন্তব্যে বলে দিয়েছে। আপনার কবিতার শিরোনাম ফেসবুকের একটা পার্ট হলে বেশি মানানসই হবে। লেখালেখি বা ব্লগের প্রতি আবার টান ফিরে আসাটা ফেসবুকের কারনেই সম্ভব হয়েছে, তাই ফেসবুকের ভাল দিকগুলো কোনভাবেই পাশ কাটানোর নয়। বিভিন্ন ভালো কাজের জন্য উৎসাহীও করে তুলছে ফেসবুক। বিজ্ঞানের উপকারিতা আর অপকারিতা দুই-ই আছে, যে যেটা যেভাবে নেয়, তবে আমরা অপকারিতের দিকেই ঝুঁকি বেশি। তাই আপনার কবিতার সাথে সহমত, এসমস্তই বেশি হচ্ছে এখন, যেটা জুকারবার্গও আগে বুঝেছিল কিনা কে জানে :p
অনিকেত নন্দিনী
ফুলে মধু বিষ দুইই থাকে। মৌমাছি যোগাড় করে মধু আর মাকড়শা শুষে নেয় বিষ। আমাদের মনে ভালোমন্দ দুইই অবস্থান করে। কোনটা রেখে কোনটা নেবো সেইটা আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে।
ফেসবুকের কল্যাণে উপকৃত হয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়, তেমনি ফেসবুকের কারণে উচ্ছন্নে যাওয়া মানুষও আছে প্রচুর।
জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহের জন্য ফেসবুকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিগতভাবে আমি নিজে উপকৃত হয়েছি, বেশ কয়েকজনকে উপকৃত হতে সাহায্য করেছি। 🙂
মোঃ মজিবর রহমান
ফেসবুকে কিছুই হয় না দিদি
বাজে একটি জায়গা।
কিন্তু সহজে কেউ ছড়তে পারেন।
স্টার জলসা বা মুভির মত।
ইমন
কথা সত্য, কিন্তু কিছু কিন্তু আছে :p
অপার্থিব
আপনি দারুন লিখেছেন। ফেসবুকের ভাল খারাপ দুটোই আছে। কিন্ত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে ইন্টারনেট ছড়ানোর পূর্বে ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার শেখানো প্রয়োজন কিন্ত সেই কাজটি করা হয়নি।
জিসান শা ইকরাম
ডিনামাইট দিয়ে কি করে আজকাল? মানুষ মারে এবং ধ্বংস করে
এটিই ডিনামাইট এর কাজ বলে আমরা জানি
অথচ ডিনামাইট প্রস্তুত করা হয়েছিল মানব কল্যানের জন্য
সে কল্যান কি? এর উত্তর খুঁজতে আমাদের গুগলে সার্চ দিতে হবে অনেকেরই।
একদিন ফেইসবুকও তেমন ডিনামাইট হবে 🙂
আপনার লেখার সাথে সহমত।
ইমরান হাসান
ফেসবুক আমাদের তরুন সমাজ কে যেমন অনেক কিছু দিতে পারে ঠিক সেভাবেই ধ্বংসও করতে পারে । কিন্ত একটা কথা বলতে হয় । ইংরেজিতে একটা কথা আছে । ” Twitter made me love strangers
Facebook made me hate my own people”
মারজানা ফেরদৌস রুবা
যেকোন কিছুর ভালো এবং মন্দ দুইই আছে। ফেসবুকটাও তেমন। যে যেভাবে ব্যবহার করে, তবে আমাদের দেশে এর নেতিবাচক ব্যবহারই বেশি হচ্ছে। এর কারন কিন্তু ফেসবুক নয়, আমাদের মানসিকতা। এতে করে স্পষ্ট ফুটে উঠেছে বৃহত্তর জনতার মানসিকতা।
২০০৮ সাল থেকে আমি ফেসবুকে আছি। সরব ভুমিকায় আছি ২০১১ থেকে অথচ আমার বন্ধু তালিকা এখনো ৫৫০ ক্রস করতে পারলো না। তার মধ্যে আত্মীয় পরিজনসহ চেনা জগতের সংখ্যাই প্রায় ৩০০।
পেইন্ডিং লিস্ট থেকে মাঝেমধ্যে সময় নিয়ে বসি ইনক্লোড করবো কিন্তু বেশির ভাগের টাইমলাইন ঘুরলে শ্রেফ আতঁকে উঠতে হয়। দশটা চষে বেড়ালে অনেক সময় একজনকেও নেয়া যায় না, এমন অবস্থা। আমি আমার বেশিরভাগ লিখাই ‘পাবলিক’ পোস্ট দেই কিন্তু বন্ধুলিস্টের ব্যাপারে আমার অভিমত “দুষ্ট গরু থেকে শূণ্য গোয়াল অনেক ভালো।”
মারজানা ফেরদৌস রুবা
তবে সময়ের সাথে তাল বজায় রেখেই জীবনের পথে এগিয়ে যেতে হয়। এক্ষেত্রে চেষ্টা করি, যতোটা সম্ভব মানুষকে ইতিবাচক পথে টানতে। অধৈর্য হয়ে হাল ছাড়তে চাই না। হাল ছাড়া মানেই পরাজয় বরন করা।
দুঃখিত আপনার পোস্টের সাথে সংগতি নেই, এমন বিষয় নিয়েও আলোচনা করে ফেললাম।