ফেরা

আগুন রঙের শিমুল ৯ জুলাই ২০১৭, রবিবার, ১১:২১:০১অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

ক্যাম্পফায়ার নিভে এলে -
হোসে কুরভোর তরল আগুনের বিষ
দ্বিগুণ হয়ে ওঠে অন্ধকারে।

ক্ষয়াটে চাদের পানে হাক ছেড়ে
বৃদ্ধ নেকড়ে খোড়লে ফিরে চলে।
কেউ কেউ ঘুমঘোরে অস্থির এপাশ ওপাশ,
নিটোল ঘুম জুড়েও দুঃস্বপ্নের বসবাস।

প্রত্যেকের ফেরার জায়গা আছে -
আগুন যাচ্ছে ফিরে অন্ধকারে,
খোড়লের কাছে বৃদ্ধ নেকড়ে
দুঃস্বপ্নের কাছে মায়া
প্রত্যেকেরই ফেরার জায়গা আছে ..

- আমি বসে থাকি জানালার মতো খোলা
ফেরার জায়গা ভুলে, ফিরে আসি দুরত্বের কাছে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ