ফেরা

রিমি রুম্মান ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ১১:২৪:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

ফিরে আসবার সময় ঘনিয়ে এলে ঠিক আগের রাতে আমার চিরকালের কঠিন হৃদয়ের বাবা জ্বরে ভুগে প্রতিবার। রাতে পাশের রুম থেকে গোঙানির শব্দ ভেসে আসে__ মাগো... মাগো... । মা বলেন, "লঞ্চে ঢাকায় যাবি... আকাশের অবস্থাও তো বেশি ভাল না... ঝর টর হবে মনে হয়।" ভাইটা বলে, "আজকের দিনটা থাক্‌, কাল যাস্‌ "। বোনটা নীরব থাকে... ভেতরে কষ্ট জমিয়ে রাখে... মেশিন নামিয়ে ব্লাড প্রেসার মাপে...
আমি বুঝি, এ সব-ই নানান উসিলায় আমাকে আরেকটু কাছে রাখবার প্রয়াস। আরেকটু সময়... আরেকটা দিন...
সবার দৃষ্টি জুড়ে থাকে পাহাড়সম মায়া... নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা ...
সবকিছু পেছনে ঠেলে ফিরে আসা__ এমন নির্মমতাও পাওনা ছিল বুঝি ?

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ