ফেরারী মন ১

উর্বশী ৩১ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১২:০২:৩৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

সেই কবে হারালো ভালোবাসার নক্ষত্রগুলো
লুকায়িত হয়ে প্রাপ্তি খুঁজে পেলনা,
অনুরাগের সবুজ গালিচায় ভালোবাসা আর
ঈর্ষা পাশাপাশি  শুয়ে থাকেনা।
রাত নেমে এলেই গোধূলির লালিমা, ধূসর রঙের  সমাপ্তি,
তবুও ডুবন্ত সূর্যের ঝলকানির মাঝেও আকাশ খুঁজে প্রাপ্তি।
পরম ভালোবাসা গুলো ঝুলে থাকে শূন্য আকাশে নিস্তব্ধতায়,
আঁকা হয়না  রঙিন আল্পনাগুলো  নির্জন রাতের জ্যোস্নায়।
জীবনের দোলাচলে মিশে আছো
জীবনেরই  প্রতিচ্ছায়া  হয়ে,
সব ভাবনাগুলোও  জুড়ে আছো
আদুরে মায়া নিয়ে।
প্রকৃতির নিয়মের বেড়াজালে সব ঠিক আছে
স্বপ্নগুলো ঘুরেফিরে দমকা হাওয়ার মাঝে।
কতদিন হলো একসাথে নতুন সূর্যোদয়  দেখা হয়না,
এখন আর শিশিরেও পা ভিজানো হয়না,
মন যমুনায় ঢেউ উঠলে ভোরের শুকতারা হয়ে এসো,
তখন শুনবো পাখ- পাখালির  কলতান,
পরিযায়ী পাখিরা দলবেঁধে এসে ফিরে যাবে,
হয়তো রেখে যাবে মহা মিলনের  গান।
কতটা সময় পাড়ি দিয়েছি কত বাঁধা-বিপত্তির  পথ,
প্রহরগুলো অমলিন সোনালী  ছিল,থমকে যায় সবকিছু হঠাৎ।
সাজানো পৃথিবী  থেমে যায়,সবকিছু  নিস্তব্ধ তায়,
থেমে নেই শুধু  সময়ের গতিবেগ, আর নতুন চলার গতি যত,
প্রকৃতিও তালে তালে মিলে যায়  সব - ই  আগের মত।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ