
আজ ঋতুরাজের প্রথম দিন। পুরনো পাতা ঝরে নতুন পত্র পল্লবে সাজবে বৃক্ষরাজি। আম্রকাননে মুকুলের শোভায় ভিন্ন রূপ পাচ্ছে প্রকৃতি। কোকিলের কুহুতানের মিষ্টি সুরে মুখরিত চারপাশ। এবার বসন্ত আমাদের এক দিন ঠকিয়েছে। আগে ১৩ ফেব্রুয়ারী আসতো এবার এসেছে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসকে সাথে নিয়ে। তাতে আমাদের কিইবা যায় আাসে? আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথার সাথে সূর মিলিয়ে বলতে চাই ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
আমার তোলা কিছু ফুলের ছবি নিয়ে আজ বসন্তের প্রথম দিনের ছবি ব্লগ, সবগুলো ফুলের নাম আমি জানিন। যেগুলোর নাম জানি সেগুলোর নাম দিয়ে দিয়েছি। বাকীগুলোর নাম আপনারা জানলে বলে দেবেন আমিও এড করে নেবো, ধন্যবাদ।
আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না।
(২) ন্যাষ্টারশিয়াম
(৩) কাশ্মীরি গোলাপ।
(৪)
(৫)
(৬) স্পাইডার লিলি।
(৭) রক্তরাগ
(৮) দাঁতরাঙ্গা ফুল।
(৯) কাঠ গোলাপ।
(১০) বিলম্বি ফুল।
(১১)
(১২) বনজুঁই বা ভাটফুল।
(১৩) লজ্জাবতি ফুল।
(১৪) কামিনী ফুল।
(১৫) ডোল কলমী ফুল।
(১৬) আমরুল ফুল।
(১৭) শিয়ালমুতি।
(১৮) আকন্দ ফুল।
(১৯)
(২০) শিমুল ফুল।
(২১)
(২২) এটা সম্ভবত চেরি ফুল।
Thumbnails managed by ThumbPress
৩১টি মন্তব্য
ইসিয়াক
এক কথায় অসাধারন ।
বসন্তদিনে ফুলেল শুভেচ্ছা রইলো কামাল ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
ধন্যবাদ ইসিয়াক ভাই, আপিও ভালো থাকুন সব সময়।
নিতাই বাবু
শ্রদ্ধেয় কামাল দাদা, আমি ফুল চিনি না। তবে অনেক অনেক ফুলের নাম আমার সংরক্ষণে আছে। তা দেখে মিলিয়ে নিতে পারেন!
ফুলের যত নাম
রক্ত জব/ ঝুমকো জবা, কাঞ্চন, পুন্নাগ, কাঠ মালতী,
মালতী লতা, ব্রহ্ম কমল, লুপিন, নীল চিতা, লাল সোনাইল, মিনজিরি, দাঁত রাঙ্গা বা লুটকি, কনক চাঁপা,
ডেওয়া, রক্তকমল, স্বর্নচাঁপা, উদয়পদ্ম / হিমচাঁপা, কেয়া, ছাগল কুঁড়ি, বোতাম ফুল, স্বর্ণ চামেলী, কুঞ্জলতা
চন্দ্রপ্রভা, উর্বশী, ডম্রুপানি, গন্ধরাজ, নীলকন্ঠ, রুদ্রপলাশ, রামসর, দোলনচাঁপা, শারঙ্গ, সর্পগন্ধা, বনজাঈ, নীলমনি লতা, অনন্ত লতা, কাঠগোলাপ, নাগকেশর, সজনা, আকন্দ, কুটজ, বরুণ, ফুরুস, কাঞ্চন, সেনালু, দোপাটি, অপরাজিতা, যুথিকা, অশোক, কাঠালী চাঁপা, সর্বজায়া, কলাবতী, নার্গিস, রূপসী, কদম, নীলপদ্ম, ডালিম, রজনীগন্ধা, রক্ত চিত্রক, বধারা, পদ্ম, কলকে, ডাকুর, কৃষ্ণচূড়া, ঝুমকালতা,রঙ্গন, সন্ধ্যামালতী, সূর্য্যমুখী, ধুতরা, স্থলপদ্ম, নয়নতারা, তেঁতুল, বাবলা, হাসনাহেনা, পলাশ, পারিজাত বারক্তমান্দার, দুধ কচু, মৌলভী, ওলকচু, মানকচু, মালঞ্চ, অন্তমোড়া, নাসপাতি, আলুবোখারা, ভুঁই চম্পা / একাংগী, বন্ধুক, নীলাম্বরী,বনমরিচ, আগর, নিশিন্দা, বিলাই খামচি, কলকাসুন্দা, হলুদ অশোক, জামালগোটা, তিসি, মেহেদী, জাফরাণ, ছিটা, রক্তকরবী, টগর,কলকে ফুল / হলদে করবী, কুঁচ, শিয়ালকাঁটা, হিজল বা হিজল, স্বর্ণলতা, লেমন গ্রাস, পুদিনা, তেজপাতা, তুলসী, সুগন্ধাবচ, নীল, শিউলী, আনারস, রক্ত কাঞ্চন, রক্ত রাগ, মেথি, বারসুঙ্গা / কারি পাতাও কচুরিপানা।
কামাল উদ্দিন
নামের সাথে ফুলের মিলন ঘটানো আমার কাম্য নয় দাদা, বাসন্তি শুভেচ্ছা রইল।
কামাল উদ্দিন
কাম্য = কম্মো
নিতাই বাবু
ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
ছাইরাছ হেলাল
প্রিয় ফুলদের কাছে পেয়ে অনেক অনেক ভাল লাগল। অনেকবার অনেক্ষণ ধরে দেখলাম।
ফুলেল শুভেচ্ছা আপনাকেও।
কামাল উদ্দিন
ধন্যবাদ বড় ভাই, শ্রদ্ধা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোষ্ট দেবার জন্য। ৭ নং টা রক্তরাগ ফুল। ৪নাম্বার টা জলপাই ফুল মনে হচ্ছে । বাকী গুলোর নাম মনে নেই । ফাল্গুনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
কামাল উদ্দিন
৭ নংটা এড করে নিচ্ছি, ৪ নং জলপাই ফুল না আপু। ওটা বিশাল সাইজের একটা ফুল নামটা কোন এক সময় আমার মনে পড়বে। কাশ্মী থেকে এই ছবিটা উঠিয়েছিলাম, ধন্যবাদ…….শুভ সকাল।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
কামাল উদ্দিন
কাশ্মী = কাশ্মীর
সুরাইয়া পারভীন
আমি মোটও ফুল প্রেমী নই
তবুও দারুণ লেগেছে ফটোগ্রাফী
কিছু ফুলের নামও জানা হলো
পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানবেন
কামাল উদ্দিন
মেয়েরা সাধারণত ফুলকে একটু বেশীই ভালোবাসে, আপনি তো দেখছি আপু ব্যাতিক্রম…..শুভ কামনা সব সময়।
তৌহিদ
ফুল আমার খুব প্রিয় ভাই। আর আপনার ছবিগুলি দেখে প্রাণ জুড়ে উঠলো। খুব খুব ভালো লাগছে।
ধন্যবাদ এমন পোস্টের জন্য।
কামাল উদ্দিন
আমাকে বরাবরই আপনি উৎসাহ দিয়ে যান ভাই, আপনার জন্য শুভ কলামনা সব সময়।
সুপায়ন বড়ুয়া
ওয়াও ! নানান ফুলের সমারোহ ,
ফুলেল শুভেচ্ছা।
কামাল উদ্দিন
আপনাকেও বাসন্তি ভালোবাসার শুভেচ্ছা দাদা।
সঞ্জয় মালাকার
দাদা ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত।
দাদা ফাল্গুনী শুভেচ্ছা, ফুলে ফুলে ভরে উঠুক আপনার হৃদয়।
শুভ কামনা🌹🌹
কামাল উদ্দিন
আমিও আপনার সাথে সূর মিলিয়ে বলি “ফুল ফুটু আর না ফুটুক আজ বসন্ত”
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে কামাল ভাই,
ভালো থাকুন সব সময়।
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন দাদা।
মোঃ মজিবর রহমান
হায়! দুর্ভাগা আছে কপালে শুন্য
আমি হলাম হতচ্ছাড়া অপকর্ন্য
নাহি পারি দেখিতে অভাগা। তই রাত্রে দেখে নেবক্ষন।
সুন্দর লেখার ছড়াছড়ি।
কামাল উদ্দিন
রাত্রে কিভাবে দেখবেন মজিবর ভাই?
মোঃ মজিবর রহমান
মোবাইলে কামাল ভাইল যদিও তৃপ্তি হবে না।
হালিম নজরুল
বেশ ভাল লাগল।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন সব সময়।
নিরব সাগর
অসম্ভব সুন্দর
কামাল উদ্দিন
হুমম, ফুলেরা সব সময়ই সুন্দর, ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ফুল ফুটুক বা না ফুটুক মানে! না ফুটে যাবে কই? বসন্তের একটা ভাব আছে না?
ডোল কলমীটা ফাগুনের শুভেচ্ছা হিসেবে নিলাম। ভালো থাকুন, শুভ বসন্ত কাল 🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, কয়েক দিন আপনার উপস্থিতি কম ছিল বলে আমরা আপনাকে মিস করছিলাম।