ফুল ফুটুক আর না ফুটুক……

কামাল উদ্দিন ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৬:২০:০৬অপরাহ্ন ছবিব্লগ ৩১ মন্তব্য

আজ ঋতুরাজের প্রথম দিন। পুরনো পাতা ঝরে নতুন পত্র পল্লবে সাজবে বৃক্ষরাজি। আম্রকাননে মুকুলের শোভায় ভিন্ন রূপ পাচ্ছে প্রকৃতি। কোকিলের কুহুতানের মিষ্টি সুরে মুখরিত চারপাশ। এবার বসন্ত আমাদের এক দিন ঠকিয়েছে। আগে ১৩ ফেব্রুয়ারী আসতো এবার এসেছে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবসকে সাথে নিয়ে। তাতে আমাদের কিইবা যায় আাসে? আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথার সাথে সূর মিলিয়ে বলতে চাই ‘ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।

আমার তোলা কিছু ফুলের ছবি নিয়ে আজ বসন্তের প্রথম দিনের ছবি ব্লগ, সবগুলো ফুলের নাম আমি জানিন। যেগুলোর নাম জানি সেগুলোর নাম দিয়ে দিয়েছি। বাকীগুলোর নাম আপনারা জানলে বলে দেবেন আমিও এড করে নেবো, ধন্যবাদ।

আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না।


(২) ন্যাষ্টারশিয়াম


(৩) কাশ্মীরি গোলাপ।


(৪)


(৫)


(৬) স্পাইডার লিলি।


(৭) রক্তরাগ


(৮) দাঁতরাঙ্গা ফুল।


(৯) কাঠ গোলাপ।


(১০) বিলম্বি ফুল।


(১১)


(১২) বনজুঁই বা ভাটফুল।


(১৩) লজ্জাবতি ফুল।


(১৪) কামিনী ফুল।


(১৫) ডোল কলমী ফুল।


(১৬) আমরুল ফুল।


(১৭) শিয়ালমুতি।


(১৮) আকন্দ ফুল।


(১৯)


(২০) শিমুল ফুল।


(২১)


(২২) এটা সম্ভবত চেরি ফুল।

4 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress