আকাশটা চষে বেড়াবো
ফের যদি স্বপ্নের লাঙল পেয়ে যাই।রাংতা কাগজের ঘুড়ি বানাবো, নাটাইটা খুঁজে পেলে।
সঞ্চিত বীজতলা থেকে বুনে দেবো অজস্র জোনাকির ফুল।
এখানেই! রইবে শুধু নক্ষত্রের না ফুরানো ফসল।
সন্ধ্যের পিদিম জ্বেলে বসবে হাজার বছরের পুঁথিআসর।
এখানেই! সান্দারনী ফেরি করবে রূপোলী ঝুমকো!
রূপসী নীল পরী রূপালী আলোয় ভেসে যাবে নূপুরের
ছন্দে! গঞ্জের হাট থেকে আসা তাল পাতার বাঁশির সুরে…….
শ্রেয়সী বিভোর হবে গোঁধূলীর সাজে!
আবার সুযোগ পেলে!
বুনে দেবো শীতল পাটির
বিছানা; ক্লান্তির সবটুকু জল কাত হয়ে পড়ে রইবে শ্রান্তির চৌকাঠে।
এখানেই! ঝিনুকে বাজবে সাগর ফুঁসে ওঠা গর্জন; মুক্তোর মালা গড়ে সাজাবো
আরেকটা তাজমহল!
অত্যাশ্চর্য ইমারতের শরীরে খোদাই হবে যাবতীয় ইতিকথা! আবার যদি ফিরে আসি; সেইদিন: রবে তো মনে?
দূর্বাশা নয়, আকিঞ্চনের একেকটা নুড়িপাথর জমা রাখা সঞ্চয়ী ভান্ডার পূরণ হলে কানায় কানায়!
আবার জাগবে বেদখল হওয়া নদীর বুকে চরাচর।
চষে ফেলবো অনাবাদী আকাশটা
ফিরে পেলে আবার
স্বপ্নের লাঙল!!!……..
৩১টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন, পাঠে ভীষণ মুগ্ধ হলাম প।
বন্যা লিপি
আপনার মুগ্ধতা আমার লেখা সার্থক হলো। ধন্যবাদ মহীভাই।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতি প্রকাশ কবি আপু আমিও মাঝে মাঝে ভাবি আরা যদি ফিরে পাই
বন্যা লিপি
আমাদের ভাবনায় থাকুক আবার সোনালী সময়ের ফিরে আসা। মন্তব্যে ধন্যবাদ।
শামীম চৌধুরী
কবিতায় চমৎকার অনুভুতি প্রকাশ পেল।
মনোমুগ্ধকর কবিতা।
বন্যা লিপি
অত্যন্ত কৃথার্থ হলেম শা’চ্চু। ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ কবিতা॥ যদিও শেষ হবার পর খুব কমই ফিরে পাওয়া যায় বা আসে। তারপরও আশা করাই যায়। অনাবাদি আকাশে চলুক আবার স্বপ্নের লাঙ্গল। শুভ কামনা।
বন্যা লিপি
আপনার জন্যও শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
স্বপ্ন লাঙ্গলের ফলায় আকাশটা ভরে উঠবে হাজারো নক্ষত্রে। এখানেই আরেকটা পৃথিবী গড়ে উঠবে, সুখের গল্পগুলোতে থাকবে না কোন রুপকথার পরিহাস!
এত সুন্দর লেখায় এর বেশি কিছু বলতে পারিনা/ পারছি না 🙁
* সান্দারনী মানে কি?
বন্যা লিপি
সান্দারনী মানে ফেরিওয়ালা। লেইস ফিতা ফেরি করে বেড়ায় যেসব মানুষ। তাদেরকে ফেরিওয়ালা বলে। লেখাটা অনেক আগের লেখা। ভুলেই গিয়েছিলাম এটার কথা। আজ ইনবক্স চেক করতে গিয়ে চোখে পড়লো। চট করে এখানে জমা করতে নিয়ে এলাম। তোমার কাছে ভালো লেগেছে জেনে নির্ভার হলাম। ভালবাসা তোমাকে💞💕💞💕💞
সুপায়ন বড়ুয়া
সব সুযোগ ই আপনি পান
ইচ্ছাশক্তি করেন পূর্ণ
যেমন করে কল্প কথায়
রূপটা থাকে অনন্য।
সুন্দর হলো। শুভ কামনা।
বন্যা লিপি
আশির্বাদ রাখবেন দাদা। এই ইচ্ছেটুকু পূরণ হোক সকলের। ধন্যবাদ জানবেন।
সুপায়ন বড়ুয়া
আশীর্বাদ করি শুভ কামনায়।
মোঃ মজিবর রহমান
মনের গাথুনি দিয়ে সুন্দর মনোরম কাব্য দিলেন আপু।
বন্যা লিপি
অনেক অনেক ধন্যবাদ দাদা।ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
তাজমহল দেখতে সুন্দর হলেও এর নির্মান শ্রমীদের নির্যাতন সেই সৌন্দর্যকে ম্লান করে দেয় কিন্তু। তবে স্বপ্নের মাধুরী মিশিয়ে নিজের মত করে কলুষ মুক্ত একটা তাজমহল বানালে মন্দ হবেনা কিন্তু।
ভালো থাকুন আপু।
বন্যা লিপি
নির্মান শ্রমিকদের ইতিহাস যেমন মনে রেখেছে, তেমনি তাজমহলও এখনো টিকে আছে সিম্বল অব লাভ এর নিদর্শন হয়ে। পেছনের ইতিহাস যাই থাকুক, কোনোটাই ফেলনা নয়। তবু উপমা বোঝাতে আজো সবাই তাজমহলকেই বেছে নেয় খুব সহজে। যদি ধরিও তাজমহলের পেছনের যত মর্মান্তিক বা প্রশ্নবিদ্ধ ইতিহাস! তবে এখানেও প্রতিকী হিসেবে তা ধরে নেয়া গেলে খুব একটা অনুচিত হবে বলে মনে হয় না। ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
“সঞ্চিত বীজতলা থেকে বুনে দেবো অজস্র জোনাকির ফুল।”
—————–অসাধারণ পঙক্তি
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নের লাঙ্গল ফিরে পেলে আমিও রুপালী , সোনালী , রঙ- বেরঙের বাহারি বেসাতি কিনতাম।তাল পাতার বাঁশিতে ফুঁ দিতাম আনাড়ি ছলে, পুঁথি আসরে ডুবে যেতাম, ভালোবাসার আরেকটি তাজমহল গড়তাম মুক্তা দিয়ে, আকাশটা নতুন করে চষে বেড়াতাম মনের আনন্দে। চমৎকার লেখা। 💓💓 ভালোবাসা অবিরাম। মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বন্যা লিপি
বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাকে দিদি।নাড়ু টাড়ু খাইনা কতকাল হয়ে গেলো।ভালো থাকবেন দি।
দালান জাহান
“আরেকটা তাজমহল” দেখতে পাচ্ছি। খুব সুন্দর লিখেছেন কবি। অভিনন্দন।
বন্যা লিপি
বাহ্, আমার লেখা সার্থক। আপনি তাজমহল দেখতেও পেলেন। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
খাদিজাতুল কুবরা
“দূর্বাশা নয়, আকিঞ্চনের একেকটা নুড়িপাথর জমা রাখা সঞ্চয়ী ভান্ডার পূরণ হলে কানায় কানায়!
আবার জাগবে বেদখল হওয়া নদীর বুকে চরাচর।
চষে ফেলবো অনাবাদী আকাশটা
ফিরে পেলে আবার
স্বপ্নের লাঙল!!!……..”
আপু এতো সুন্দর কিভাবে লিখেন!
কমবেশি সবারই ইচ্ছে করে যদি আবার নতুন শুরু করতে পারতাম!
জীবনের খেরোখাতায় নতুন ছবি আঁকতাম।
একটা ও ভুল আঁচড় কাটতাম না।
উপলব্ধি গুলো এতো শব্দের ব্যঞ্জনায় সাজিয়েছেন। শুধু বিমোহিত হয়ে পড়তে হয়।
বন্যা লিপি
কিছু হারানো সময়ের ফিরে পাওয়ার ইচ্ছে সবার মনেই খুব নিভৃতে ঘুমিয়ে থাকে। এমন করেই উচ্চারিত হয় শব্দের আড়ালে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
‘এতো সুন্দর শব্দের ‘ হবে বাক্যটা।
রেজওয়ানা কবির
যদি আবার ফিরে পাই স্বপ্নের লাঙ্গল তবে প্রথমেই জাদুর কাঠি দিয়ে করোনার ভয়াবহ ছোবল দূর করব, যদি ফিরে পাই স্বপ্নের লাঙ্গল তবে আবার ঘুরি উড়াবো মুক্ত আকাশে স্বাধীনভাবে।
খুব ভালো লাগল আপনার লেখা। ভালো থাকবেন আপু।
বন্যা লিপি
যদি আবাবর ফিরে পাই স্বপ্নের লাঙল…. আমাদের সবার প্রার্থনায় ফিরে আসুক সে সময়। ভালো থাকবেন আপু। শুভেচ্ছা জানবেন।
সঞ্জয় মালাকার
দিদি মনোমুগ্ধকর কবিতা।
চষে ফেলবো অনাবাদী আকাশটা
ফিরে পেলে আবার
স্বপ্নের লাঙল!!!
শুভ কামনা দিদি,।
বন্যা লিপি
শুভ কামনা দাদা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
কল্পনায় এভাবে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো মনের কোণে উঁকি দেয়।
” একটা তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে/ না থাক যমুনা পাশাপাশশি/ ক্ষতি নেই।”