ফিরে পেলে…..//

বন্যা লিপি ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৩:০২:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আকাশটা চষে বেড়াবো

ফের যদি স্বপ্নের লাঙল পেয়ে যাই।রাংতা কাগজের ঘুড়ি বানাবো, নাটাইটা খুঁজে পেলে।

সঞ্চিত বীজতলা থেকে বুনে দেবো অজস্র জোনাকির ফুল।

এখানেই! রইবে শুধু নক্ষত্রের না ফুরানো ফসল।

সন্ধ্যের পিদিম জ্বেলে বসবে হাজার বছরের পুঁথিআসর।

এখানেই! সান্দারনী ফেরি করবে রূপোলী ঝুমকো!

রূপসী নীল পরী রূপালী আলোয় ভেসে যাবে নূপুরের

ছন্দে! গঞ্জের হাট থেকে আসা তাল পাতার বাঁশির সুরে.......

শ্রেয়সী বিভোর হবে গোঁধূলীর সাজে!

আবার সুযোগ পেলে!

বুনে দেবো শীতল পাটির

বিছানা; ক্লান্তির সবটুকু জল কাত হয়ে পড়ে রইবে শ্রান্তির  চৌকাঠে।

এখানেই! ঝিনুকে বাজবে সাগর ফুঁসে ওঠা গর্জন; মুক্তোর মালা গড়ে সাজাবো

আরেকটা তাজমহল!

অত্যাশ্চর্য ইমারতের শরীরে খোদাই হবে  যাবতীয় ইতিকথা! আবার যদি ফিরে আসি; সেইদিন: রবে তো মনে?

দূর্বাশা নয়, আকিঞ্চনের একেকটা নুড়িপাথর জমা রাখা সঞ্চয়ী ভান্ডার পূরণ হলে কানায় কানায়!

আবার জাগবে বেদখল হওয়া নদীর বুকে চরাচর।

চষে ফেলবো অনাবাদী আকাশটা

ফিরে পেলে আবার

স্বপ্নের লাঙল!!!........

 

 

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ