
ওগো আমার দিবস ওগো রজনী
তুমি নিত্য নৃত্যে যাও চলি
নব প্রভাতে নব সাজে কালো কেশে মুখ ঢাকি,
আপন নীড় ছাড়ি পিছন ফিরে ফিরে চাহি
পুরোনোকে দূরে ঠেলি নতুনেরই লাগি
পদদলি আমারই ভালোবাসার তরুলতা ছিঁড়ি।
তোমারেই আমি করিছিনু আপন শূন্য এ ধরায়
নিদ্রাহীন চোখে তারার আলোকে
নিয়েছিনু টানি বুকেরই মাঝায়,
হৃদয়ের দোয়ার খুলি ভালোবাসার সবি
গ্রহ নক্ষত্র শশী দিয়েছিনু আঁচল ভরি
অজানা সুরে মাতিয়া নিকড়াইয়া তরী।
ওগো তুমি ফিরে এসো মুগ্ধ নয়নে
চাহি-গো তোমায় সদাই মনের আলিঙ্গনে,
ভালোবাসার আদরে নিবিড় চুম্বনে
কর ব্যাকুল নামহারা ফাগুনের ফুলগন্ধে,
আজও আমি বরণডালা নিয়ে হাতে বরের সাজে
এসো ফিরে বাঁধন ছিঁড়ে নব ভালোবেসে।
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক গীতি কবিতা বেশ অনুভব কবি দা অনেক শুভেচ্ছা রইল
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো হে সুপ্রিয় কবি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
খুব ভালো লাগল পড়ে কবিতা খানি
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
সুস্থ থাকুন
সাখাওয়াত হোসেন
ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলায় স্বাগতম আপনাকে। চমৎকার কবিতা। ভালোবাসার আকুলতা ফুটে উঠেছে দারুন ভাবে। বরণডালা নিয়ে বরের বেশে অপেক্ষার প্রহর শেষ হোক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। নিয়মিত লিখুন, আমাদের লেখা পড়ে মন্তব্য করুন
সাখাওয়াত হোসেন
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন আপু।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ কবিতা। সোনেলায় স্বাগতম আপনাকে। লিখতে থাকুন।🌹🌹
সাখাওয়াত হোসেন
অনুপ্রেরণা পেলাম হে সুপ্রিয়।
ভালো থাকবেন, শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
তৌহিদ
সোনেলায় স্বাগতম ভাই, প্রথমেই অনবদ্য একটি কবিতা নিয়ে এলেন দেখে প্রীত হলাম। এ যেন পুরাদস্তুর প্রেমকাব্য।
নিয়মিত লিখুন সোনেলায়। শুভকামনা জানবেন।
সাখাওয়াত হোসেন
অফুরান শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন ভাইয়া।
আরজু মুক্তা
সোনেলায় স্বাগতম।
মনোমুগ্ধকর কবিতা
সাখাওয়াত হোসেন
অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন আপু।