ফিরে এসো ত্রিস্তান

ছাইরাছ হেলাল ২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:৫০:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৮ মন্তব্য

 

নিহত ত্রিস্তানের জন্য কাঁপিয়ে/বেঁকিয়ে /কেঁদে
অবান্তর অস্থিরতায় ত্রিভুবনে বৃষ্টি নামিয়ে কী হবে বল, ইসল্ট!

যে সুগভীর উপত্যকায় নিয়ে ছিল ঠাই/দিয়েছিলে
শ্লীল অ-শ্লীলের অখিল নিয়ম না মেনে,
কঙ্কাল-সুতোয় শুধুই ঝুলে আছে স্মৃতি
বিস্মৃতির পথে পথে;

কুয়াশার শীত সকাল মিলিয়ে যাবার আগেই
ফিরে এসো ত্রিস্তান, পুষ্পক বিগ্রহের ফুল-কলি
মেলেছে ডানা ওদিকে, ঐদিকে, দিকে দিকে;
অব্যর্থ আর্য উৎসবে দুলে-ফুলে ওঠা নদী
কে সামাল দেবে!
জলাকার-সিংহদ্বার খুলেছে আবার
আলিঙ্গনের প্রলয়-তাণ্ডবে, বৃষ্টি আসবে নেমে
একটু পরে, ঐ নদী-তীরে;

ত্রিস্তান ফিরে এসো আবার, উত্তালের-নদী-মোহনায়
সৃষ্টির নব-নব আনন্দ-বেদনায়,
সুঠামের স্পন্দিত অন্তরঙ্গ মিলন-প্রতিভায়,
নকশী কাঁথার ধ্রুব-উত্তাপের দ্বীপ জ্বেলে
ছুঁয়ে থাকা ভীরু-ভালোবাসার উষ্ণ-পালকে;

ছবি...... নেটের

0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ