
নিহত ত্রিস্তানের জন্য কাঁপিয়ে/বেঁকিয়ে /কেঁদে
অবান্তর অস্থিরতায় ত্রিভুবনে বৃষ্টি নামিয়ে কী হবে বল, ইসল্ট!
যে সুগভীর উপত্যকায় নিয়ে ছিল ঠাই/দিয়েছিলে
শ্লীল অ-শ্লীলের অখিল নিয়ম না মেনে,
কঙ্কাল-সুতোয় শুধুই ঝুলে আছে স্মৃতি
বিস্মৃতির পথে পথে;
কুয়াশার শীত সকাল মিলিয়ে যাবার আগেই
ফিরে এসো ত্রিস্তান, পুষ্পক বিগ্রহের ফুল-কলি
মেলেছে ডানা ওদিকে, ঐদিকে, দিকে দিকে;
অব্যর্থ আর্য উৎসবে দুলে-ফুলে ওঠা নদী
কে সামাল দেবে!
জলাকার-সিংহদ্বার খুলেছে আবার
আলিঙ্গনের প্রলয়-তাণ্ডবে, বৃষ্টি আসবে নেমে
একটু পরে, ঐ নদী-তীরে;
ত্রিস্তান ফিরে এসো আবার, উত্তালের-নদী-মোহনায়
সৃষ্টির নব-নব আনন্দ-বেদনায়,
সুঠামের স্পন্দিত অন্তরঙ্গ মিলন-প্রতিভায়,
নকশী কাঁথার ধ্রুব-উত্তাপের দ্বীপ জ্বেলে
ছুঁয়ে থাকা ভীরু-ভালোবাসার উষ্ণ-পালকে;
ছবি…… নেটের
৪৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আগে বলুন কংকাল বানান কিভাবে লিখলেন? আমি সঠিক ভাবে এটা টাইপ করতেই পারছি না 🙁
সুপর্ণা ফাল্গুনী
ক + ঙ্+ কা + ল = কঙ্কাল। আপু এভাবে চেষ্টা করতে পারেন
নিতাই বাবু
যদি কীবোর্ড অভ্রতে লিখে থাকেন, তবে খুব সহজভাবে লিখতে পারেন, কঙ্কাল। kNgkal=কঙ্কাল।
ছাইরাছ হেলাল
সবাই তো বলে দিয়েছে।
knkal অভ্রতে লিখুন।
পর্তুলিকা
কঠিন শব্দের কবিতা। কি কমেন্ট দিব বুঝতে পারছি না। তবে কবিতা সুন্দর হইছে।
ছাইরাছ হেলাল
কোন কঠিন না!
আবার পড়ুন।
তৌহিদ
যেভাবে যার জন্য লিখেছেন সে/তারা বুঝবেতো মহারাজ!! কি জানি, নিজেরই মাথা আউলায় আছে।
ছাইরাছ হেলাল
আসলে ত্রিস্তান নামটি দেখেই ফাল পেরেছি,
ভুল একটু হয়েছে! ভেবেছি বিখ্যাত ত্রিস্তান আর ইসাল্টের প্রেম কাহিনী আপনার/আপনাদের জানা।
মাথা খুব কাজের জিনিস, আউলা করা ঠিক না, বাজারের ব্যাগের কথা মনে হলেই সব ঠিক হয়ে যাবে।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣বাজারের ব্যাগ মাথা ঠিক করে দেয় এই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
তৌহিদ ভাই ভাল বলতে পারবেন,
তার কাছ থেকেই জেনেছি, বিজ্ঞ/অভিজ্ঞ মানুষ।
মোঃ মজিবর রহমান
বাজারের ব্যাগ কঠিন ডায়ালগ ভাইসাব ।
ছাইরাছ হেলাল
আমি কিছু জানি না, সব তৌহিদ ভাই জানে।
আরজু মুক্তা
আসুক নব ধারা, নব অবয়বে।
ছাইরাছ হেলাল
অবশ্য-ই নব ধারায় আসবে। নব অবয়বে।
সুপর্ণা ফাল্গুনী
ত্রিস্তান কে ফিরে আসতেই হবে নবরূপে, নবধারায়। আপনি কি পণ করেছেন এভাবে কঠিন শব্দ দিয়ে আমাদের নাভিশ্বাস উঠাবেন? ঠিক না, একদম ঠিক না। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
সরি!
ভেবেছিলাম এটি আপনার জানা।
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
অনেক আগে পড়েছিলাম মনে হয়, এখন মনে নেই।
সুপর্ণা ফাল্গুনী
সোনালী দুঃখ বইটা স্কুলে থাকতে পড়া। আমার বেশীরভাগ পড়াই তখনকার সময়ে। ২০০৪ পর্যন্ত অনেক বই পড়েছি। মেমোরি লস হয়ে গেছে আর এখন আগের মতো পড়া হয়না। তাই রিপিট না হবার জন্য অনেক কিছুই ভুলে গেছি। ☹️☹️☹️☹️
ছাইরাছ হেলাল
এত এত মেমোরির দরকার-ই বা কিসে!
ভুলে গেলেই তো সে স্থানে নূতন কিছু যোগ হবে।
ভাল থাকুন।
ত্রিস্তান
সুনীল বাবুর ইসল্ট আর আজকের ইসল্ট এক হতেই পারে না। সোনালী’রা কেবল প্রেমের কাঙ্গাল, ত্রিস্তান সে তো মর্ত্যের প্রেমিকাদের জন্য দেবতা কর্তৃক মহার্ঘ্য স্বরূপ। শ্লীল অশ্লীল এসবের হিসেব প্রেমের সলতেটাই কেবল পোড়ায়, তেল কখনো নয়। অনেক সুন্দর কবিতা। ভালো লেগেছে খুব।
ছাইরাছ হেলাল
আহারে! ক্ষণভঙ্গুর ব্যথাতুর কবি হৃদয় কষ্ট পাচ্ছে! এ হতেই পারে না।
শুনুন,
এখানে লেখক শুধু ত্রিস্তান শব্দটি ব্যবহার করেছে, এটি বর্তমানতা বহন করে না (হতে পারে বুঝিয়ে লিখতে পারেনি)।
লেখকের পক্ষপাত সেই মৃত ত্রিস্তানের প্রতি, তাঁকে ফিরে আসতে বলা হয়েছে, যেখানে অনেক অনেক ইসল্ট (প্রেম) তার জন্য অপেক্ষা করছে।
“ভালো লেগেছে খুব।” বানিয়ে বলায় মানা আছে।
নিতাই বাবু
বুঝিনি কিছুই! তবুও মন্তব্যের বক্সে দুই অক্ষর লিপি লিখে গেলাম, শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদার কবিতায়।
ছাইরাছ হেলাল
ত্রিস্তান ও ইসাল্ট লিখে সার্চ দিন, ধারণা পেয়ে যাবেন নিমিষে।
অবশ্যই কিছু অক্ষর লিখতে হবে!
নিতাই বাবু
কবির ভাষা কিছুই বুঝিনি!
ছাইরাছ হেলাল
হা হা হা, আমিও বুঝিনা কিন্তু অনেক কিছু।
কামাল উদ্দিন
ত্রিস্তানটা আসলে কে? আমাদের ব্লগার ত্রিস্তান তো এখানেই আছে, নিশ্চয়ই সে অন্য কেউ, তাই জানতে চাচ্ছি তিনি কে? আর ফিরে না আসলেই সমস্যাটা কি 😀
সুরাইয়া পারভীন
সুনীলের সোনালী-দুঃখ উপন্যাসের নায়ক ত্রিস্তান
যে রয়ে গেছে প্রত্যেকটি পাঠকের হৃদয়ে। মনে মননে মস্তিষ্কে।
কামাল উদ্দিন
সোনালী দুঃখ পড়িনি, তাই এখন দুঃখ পাচ্ছি।
ছাইরাছ হেলাল
পাঁচ মিনিট পড়লেই ধারণা পেয়ে যাবেন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য,@ সুরাইয়া পারভীন।
সুরাইয়া পারভীন
নিজে কতটুকু বুঝেছি সেটাই তো অধরা
😰😰
ছাইরাছ হেলাল
নাহ, অধরা হবে কেন!
ফয়জুল মহী
দারুণ ভাবনা । শুভেচ্ছা সতত ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিলাম।
জিসান শা ইকরাম
এমন আহ্বানে ত্রিস্তানকে ফিরে আসতেই হবে।
ভাল্লাগছে,
ছাইরাছ হেলাল
আসুক যে, কপালে করলাভাজি অবশ্যই লেখা আছে।
সঞ্জয় মালাকার
বুঝিনি কিছুই শুধু পড়লাম।
ছাইরাছ হেলাল
পড়া চালু থাকলেই হবে।
ধন্যবাদ।
নাসির সারওয়ার
ভাই সাব, এটা মধ্যযুগ নয়! এসব প্রেমগাথা নিয়ে আয়ারল্যান্ড চলে যান। আমরা এখানে প্রাক্তন প্রেমিকার নামের মিল দেখেই বিয়ে করি ফেলিনা। আর পালের রঙ সাদা না কালো খেলও খেলিনা।
ছাইরাছ হেলাল
আচ্ছা! এটা কলিকাল তা মনে করিয়ে দিচ্ছেন!
তবে সাদা/কাল পালের ব্যবহার সময় বুঝে এখন ও মহা ধুমেই চালু আছে!
[অবশ্য পরহেজগার মানুষের (আপনি) ভাব আলাদা]
তা কবি সাব, কিরাম চলছে কবি-কাজ!
নাসির সারওয়ার
কলিকাল কিনা জানিনা। তবে মধ্যযুগ যুগ নয় তা জানি।
ধুমধাম ছিলো, আছে এবং থাকবে!
জী, মাশাল্লাহ! লেখালিখির মধ্যেই আছি। প্রকাশকরা দৌড়াচ্ছে পিছু পিছু। ব্যাটে-বলে হচ্ছেনা। হয়ে যাবেক্ষণ। পাঠিয়ে দেবো ডাকযোগে সময় ঠিক করে!!
ছাইরাছ হেলাল
দ্রুত ছক্কা হাঁকিয়ে আমাদের আপন করে নিন।
মোহাম্মদ দিদার
এতো কঠিন শব্দ ক্যান দাদা।
হাপিয়ে গেলাম।
বেশ ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
উহ্ এ এমন কিছু না।
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
ত্রিস্তান আসবেই যে আহ্বান উপেক্ষা করা কি যায়? ঝড়, বাদল, বেমানান পথ ডিঙ্গিয়ে অসমতল পাড়িয়ে আসবে। আবার নতুন করে ঝড় তুল্বে প্রেমিকার অন্তরে।
শুভেচ্ছা রইল।
ছাইরাছ হেলাল
আসুক আসুক, কেন যে দেরি করে বুঝছি না।
ভাল থাকবেন আপনি।
আবার লিখতে শুরু করুন।
মোঃ মজিবর রহমান
আমি সঙ্গেই আছি অনেক সময় পড়েও মন্তব্য লিখতে ইচ্ছে করেনা। তাই মন্তব্য না দিয়েও ফুলুত।
ছাইরাছ হেলাল
ব্যাপার না, তবে সামান্য জানান দিতে হয়।