পারো যদি ফিরে’ দিও ফেলে আসা দিন,
তুমিও সামনে এসো বিশেষণহীন।
ফিরে দিও ফিরে দিও তেরনলা বিল,
নিষ্পাপ ময়নার হাসি খিলখিল।
ফিরে দিও মোড়ভাঙা-শেখপাড়া মাঠ,
শেফালীর খুব প্রিয় মাথাভাঙা ঘাট।
শতশত স্মৃতিমাখা কালীতলা বন,
উদাস উদাস ভরা আশিকের মন।
আবার আসুক ফিরে বোয়ালিয়া গ্রামে,
উঠুক নবান্ন মেতে শত শ্রমে ঘামে।
আবার সে কিতকিত-হাডুডু’র মেলা,
কানামাছি বৌচি ও কত শত খেলা।
বৈশাখী মেলাতে পুতুলের বিয়ে,
জারি সারি ভাসানের পালা ডালা নিয়ে।
আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,
গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।
পারো যদি তুলে দিও মাফুজার হাতে,
শিউলী-কদম-বেলি শরতের প্রাতে।
আবার আয়শা-ডলি-নাদিরার চোখ,
শতশত বন্ধুর কাঙ্খিত হোক।
আবার উঠুক বেজে বেহুলার গান,
সরে থাক দুখ তাপ বিরহীর পাষাণ।
সেই ঘুড়ি-গুঁড়মুড়ি ফিরবেনা জানি,
দাদু-নানু আর সেই প্রিয় মুখখানি।
স্মৃতির পাতায় ভাসে কতশত নাম,
কেউ কি বুঝেছি কার ছিল কত দাম?
মনের গহীনে শুধু ভাসে সারাক্ষণ,
আজ বুঝি সকলের খুব প্রয়োজন।
——————–0 0—————-
***(ফিরে= ফিরিয়ে)***
৩৫টি মন্তব্য
কামরুল ইসলাম
চমৎকার লিখেছেন
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
সুপায়ন বড়ুয়া
“পারো যদি ফিরে’ দিও ফেলে আসা দিন,
তুমিও সামনে এসো বিশেষনহীন।”
প্রার্থনা করি যাই এই কামনায়
আবার আসুক ফিরে সেই সোনলী দিন।
ভাল লাগলে। শুভ কামনা।
হালিম নজরুল
আবার আসবে দাদা সেই সুদিন।
ছাইরাছ হেলাল
অতীত(স্মৃতি) একমাত্র সত্যি যা আমরা নেড়েচেড়ে দেখতে পারি,
আক্ষেপ-ভালোবাসার কথা বলতে পারি,
কবি তা পেরেছে।
হালিম নজরুল
স্মৃতি আউড়ানোর একটু চেষ্টা করলাম ভাই।
বন্যা লিপি
শান্ত স্থবির মায়ামাখা চিত্রগুলো দৃশ্যত হলো চোখের সামিয়ানায়। আবার ফিরে পেতে চাই এই সব কিছু যা কিছু আজ স্মৃতিপটে হয়েছে মলিন।
হালিম নজরুল
মনটা মাঝেমধ্যে নষ্টালজিক হয়ে ওঠে আপা।
বন্যা লিপি
আমাদের সবারই বোধহয় এমনটা হয় ভাই, ফেলে আসা দিনগুলো যখন আর ফিরে পাওয়া সম্ভব না জানি! তখনই বোধ করি স্মৃতীর দূয়ারে বারবার করাঘাত করি।
হালিম নজরুল
শতভাগ ঠিক বলেছেন আপা।
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ । ভালো থাকুন।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
জিসান শা ইকরাম
স্মৃতি আমাদের সোনালী দিনের কথা মনে করিয়ে দেয়,
যা আর কখনোই ফিরে আসবে না।
ভালো লেগেছে কবিতা।
হালিম নজরুল
ধন্যবাদ ভাইজান
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন ।
কয়েকটা শব্দের বানানের প্রতি খেয়াল করবেন ভাই।
হালিম নজরুল
শব্দগুলো উল্লেখ করলে খুবই উপকৃত হতাম ভাই।
মাহবুবুল আলম
বিশেষণ, প্রাতঃ, স্মৃতিমাখা, কিত্ কিত্
গুঁড়মুড়ি, সারাক্ষণ,
ফিরি > উত্তমপুরুষ >ফিরে আসা
ফিরিয়ে>ফেরত দেয়া
হালিম নজরুল
কৃতজ্ঞতা রইল ভাই।
আর “ফিরে” আঞ্চলিক শব্দটিকে আপাতত ছন্দমাত্রার প্রয়োজনে কমা কোটেশনে ব্যবহার করলাম। ধন্যবাদ ভাই।
তৌহিদ
আমি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে চাই কিন্তু সামাজিক পরিধি আর জীবনযাপনে যে আধুনিকতারর ছোঁয়া লেগেছে সেই গ্রাম্য পরিবেশই এখন আর নেই।
ভালো লিখেছেন ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো সময়ের আবর্তে স্মৃতি হয়ে বেঁচে রয় মনের গহীন কোনে, এগুলো মাঝে মাঝে রিমাইন্ডার দিয়ে ব্যর্থ সুখ খুঁজি । খুব ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন
হালিম নজরুল
পথে পড়ে পাওয়া ভালবাসা আসলে ভোলা যায় না।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। ধন্যবাদ ভাইয়া
রেহানা বীথি
সেই দিনগুলো, সেসব প্রিয়জন যদি ফিরিয়ে দিতো কেউ!
খুব সুন্দর লিখলেন।
হালিম নজরুল
শুভকামনা রইল আপু।
মাহমুদুল হাসান
কবিতাটা আমার খুব ভালো লেগেছে।
মাহমুদুল হাসান
খুব ভালো লাগলো। সুন্দর লিখেছেন।
শামীম চৌধুরী
ফিরিয়ে দিও শিরোনামটি শুনে ভাবছিলাম আমার কবি ভাইকি ফিরিয়ে দাও আমার ত্রিশটি বছর বলে উঠে নাকি। হা হা হা।
আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,
গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।
গ্রামীন এই সংস্কৃতিগুলি দিন দিন আমাদের প্রজন্মরা হারাতে বসেছে। গরুগাড়ির বদলে চলে এসেছে ব্যাটারী চালিত গাড়ি, পালকি তো হারিয়ে গেছে। আর নৌকায় পালও নেই সেটাও চলে সাইলো ইঞ্জিনে। তারপরও আপনাদের মতন কবিদের কবিতায় শব্দগুলি আমরা এখনও শুনে যাচ্ছি। দারুন লিখেছেন।
হালিম নজরুল
একবুক ভালবাসা ভাই। আপনার প্রেরণা থেকে অনেক শক্তি পাই। কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই।
মাহমুদুল হাসান
খুব ভাল লেগেছে, খুব সুন্দর হয়েছে।
মাহমুদুল হাসান
খুব ভালো লেগেছে।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
কামাল উদ্দিন
কোন কিছু থাকতে আমরা হয়তো সেটা নিয়ে অমন করে ভাবীনা, কিন্তু চলে যাওয়ার পর ফিরে পেতে মনটা আকুলি বিকুলি করে…….কবিতায় ভালোলাগা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই।
কামাল উদ্দিন
আপনার প্রতিও শুভ কামনা সব সময়।