ফিরিয়ে দিও

হালিম নজরুল ১৯ মে ২০২০, মঙ্গলবার, ০৪:০০:০৩অপরাহ্ন কবিতা ৩৫ মন্তব্য

 

পারো যদি ফিরে' দিও ফেলে আসা দিন,
তুমিও সামনে এসো বিশেষণহীন।

ফিরে দিও ফিরে দিও তেরনলা বিল,
নিষ্পাপ ময়নার হাসি খিলখিল।
ফিরে দিও মোড়ভাঙা-শেখপাড়া মাঠ,
শেফালীর খুব প্রিয় মাথাভাঙা ঘাট।
শতশত স্মৃতিমাখা কালীতলা বন,
উদাস উদাস ভরা আশিকের মন।

আবার আসুক ফিরে বোয়ালিয়া গ্রামে,
উঠুক নবান্ন মেতে শত শ্রমে ঘামে।
আবার সে কিতকিত-হাডুডু’র মেলা,
কানামাছি বৌচি ও কত শত খেলা।
বৈশাখী মেলাতে পুতুলের বিয়ে,
জারি সারি ভাসানের পালা ডালা নিয়ে।

আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,
গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।
পারো যদি তুলে দিও মাফুজার হাতে,
শিউলী-কদম-বেলি শরতের প্রাতে।
আবার আয়শা-ডলি-নাদিরার চোখ,
শতশত বন্ধুর কাঙ্খিত হোক।
আবার উঠুক বেজে বেহুলার গান,
সরে থাক দুখ তাপ বিরহীর পাষাণ।

সেই ঘুড়ি-গুঁড়মুড়ি ফিরবেনা জানি,
দাদু-নানু আর সেই প্রিয় মুখখানি।
স্মৃতির পাতায় ভাসে কতশত নাম,
কেউ কি বুঝেছি কার ছিল কত দাম?
মনের গহীনে শুধু ভাসে সারাক্ষণ,
আজ বুঝি সকলের খুব প্রয়োজন।

--------------------0 0----------------

***(ফিরে= ফিরিয়ে)***

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ