
জনসমুদ্রে কবি বলে কথা!
তবু মনের যাতনা কবিতা বুঝেই না;
লাশের পর দুই এক জন ঠোঁট
নড়াবে, ফিস ফিস করে কথা বলবে
এই হলো মানব সভ্যতার হাল চাল-
মরার আগে কেউ প্রণয় দেখায় না!
শুধু মরিচের মাঠ চোখে দেখে অথচ
সোনালি ধানের মতো কেউ ভাবল না
কি হবে কবিত্ব, ফিঙের পাখির মতো;
উড়াউড়ি করলেই হবে-দেখে না কবিতা।
০৮ বৈশাখ ১৪২৯, ২১এপ্রিল ২২
৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
পড়লাম। কবিতা আমার বোধগম্য নয়।।।
ছবি কি ফিঙে পাখির?????
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
কবিতা সবার বোধগম্য নাও হতে পারে স্বাভাবিক
ফিঙে পাখির ছবি
ভাল ও সুস্থ থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভব কবি দা।
মুগ্ধতা ও শুভ কামনা রইল সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
পাঠে মুগ্ধতা ছোঁয়া লাগার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
মরার আগে কেউ প্রণয় দেখায় না। সত্যি মরার পর ভালোবাসা জেগে উঠে। অসাধারণ লেখা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
অসাধারণ লাগার জন্য অশেষ ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন—–
মোঃ মজিবর রহমান
অনুভুতি জাগানিয়া কাব্য লিটন ভাই।
কামাল উদ্দিন
জটিল কবিতা, আমি বরাবরই অকবি