
ফাল্গুনের অনল রঙ আকাশের গায়ে দেখি!
এক কোকিলের গান শুনি- তবু মন ভরে না,
একমুঠো মাটির দিকে তাকালে ধূসর মনে হয়;
সব ফুলের গন্ধ যেনো বোতলের মধ্যে বন্ধ।
অথচ বাতাসে হিম শীতল ঠান্ডা অনুভব-এতো
শীতের পাণ্ডা শেষ- এখন রৌদ্রতাপ উষ্ণ!
খারাই তুফানের মেঘ শেষে নীল মেঘ হঠাৎ
বৃষ্টিপাত তারপর রাতে শীত উষ্ণ অপেক্ষা!
কি দেখালে ফাল্গুন? আমি শুধু মাটি, দুর্বাঘাস,
ঘাসফড়িং,জল হাওয়া উপভোগ করি ফাল্গুন রঙে।
০২ ফাল্গুন ১৪২৮ ১৬ ফেব্রুয়ারি ২২
https://youtu.be/s59bSLpteIs
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শিতের ঠান্ডা ডান্ডান্তে উষ্ণ গরমের উত্তাপ ফাগুনের প্রহরে কাব্যে আনল রস।
ভালো থাকুন লিটন ভাই,
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
কবে একুশে মেলাই যাবেন
অবশ্যই আমাকে জানাবেন
ভাল থাকেন——-
মোঃ মজিবর রহমান
২৫ শে ফেব্রুয়ারী জলছবি প্রকাশনের মিলন মেলা। অবশ্যই আসবেন। দেখা হবে ইনশা আল্লাহ। বই ও আছে আপনাদের।
আলমগীর সরকার লিটন
চেষ্টা করব থাকার জন্য
মোঃ মজিবর রহমান
চেষ্টা নই আসবেন এবং মৌন মহন বিষাদ বইয়ের একটি বুক রিভিউ দেন সোনেলা ব্লগে। আপনি রাইটার।
সাবিনা ইয়াসমিন
ফাগুনের শুভেচ্ছা রইলো। আবৃত্তি ভালো লেগেছে।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জি কবি সাবিনা আপু আপনাকেউ অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——
ফয়জুল মহী
সুন্দর লিখেছেন। ভালোবাসা ও শুভেচ্ছা
আলমগীর সরকার লিটন
জি কবি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিমা আক্তার
চমৎকার লেখা। ফাগুনের শুভেচ্ছা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু আপনাকেউ অনেক শুভেচ্ছা রইল
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
বোরহানুল ইসলাম লিটন
বেশ বসন্ত বরণ কবি দা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা আপনাকেউ অনেক শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন——