ফলদ বৃক্ষ।

মনিরুজ্জামান অনিক ২১ আগস্ট ২০২২, রবিবার, ১১:৪৮:৩৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

ফলদ গাছটির প্রতিটি ডালে ডালে

ছড়িয়ে আছে ফলের জৌলুস,

ফলের ভারে নুইয়ে পড়েছে গাছের শাখা-প্রশাখা...

এতটুকুন গাছ, মাথা ভর্তি পাতা!

যেনো সবুজ পাড়ের শাড়িতে ঘোমটায় আঁটা।

ফলের আশায় গাছের নিচে গিয়ে জানলাম,

সে ফল দিবে না, আমার জন্য বরাদ্দ রেখেছে

পাতার নিচের ছায়া। ঠান্ডা ছায়ার নিচে বসে

অনুভব হলো সে ছায়া ভীষণ শীতল,

সে ছায়ায় একটা সুর ভাসে, গাছটি যাকে ভালোবাসে

তাকে দিতে পারেনি মাটি-রসের ফল,

সে আক্ষেপে নিত্য কোরাস গায় সবুজ পাতার দল।

 

ফলদ গাছের নিচে বসে ভাবি

গাছটি কি তুমি?

 

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ