প্লাবনে প্লাবনে

ছাইরাছ হেলাল ২০ জুন ২০২২, সোমবার, ১১:২৯:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

 

এই থমকে যাওয়া ক্লান্ত রাত যখন দারুণ মায়াময়
বিষণ্ণতায় হেঁটে হেঁটে যায়, ঋতুর কান্না নিয়ে,
শুনে শুনে, নিঃস্পৃহ প্লাবনে প্লাবনে,
বৃষ্টির উদ্দাম নাচনে বিষে বিষ ঢেলে;

খাটো হয়ে আসা প্রাণ-চঞ্চলতা হাসপাতাল মৃত্যুর মত
ক্রমান্বয়ে গ্রাস করতে থাকে,
ডুবিয়ে দেয়া বর্ষারা ঝাঁপিয়ে পড়ে
জানান দিয়ে দিয়ে, ডুববে ডুবাবে এমন পণ নিয়ে;

দিশেহারার মত সবাই মিশে যাই কালো-জলের স্রোতে;

সুবর্ণ সন্ধ্যায়
স্বপ্ন-ডানার পাখিদের আর জলকেলি করা হয়-না;

ছবি নেটের।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ