
ভীষণ একরোখা না হলে বুঝি প্রেমে পড়া যায়না?
চরম বেহায়া না হলে বুঝি পিছু ছুটা যায়না?
আমরা রোজ রোজই একে অপরকে সাজাই।
কখনো রঙতুলিতে গোধূলি ভরা রঙ দিয়ে।
কখনো মহামায়াময় জগতের সৌন্দর্য দিয়ে।
প্রেমের সৌন্দর্য প্রকৃতিকে নিয়ে।
তুমি প্রকৃতির মতো সুন্দর। তাই তোমায় সাজাই আপনমনে,আপন ছন্দে।
রঙ নেই,গন্ধ নেই আছে মাধুর্য।
আর এ মাধুর্য শূন্যতাকে গ্রাস করে পৃথিবীতে টিকে থাকার স্বপ্ন দেখায়।
স্বপ্ন দেখায় প্রেমে পড়ার।
একবার, দুবার নয় বহুবার।
স্বপ্ন আর সৌন্দর্যের বাহারে যেমন করে পদ্মপাতা জলের উপর বেষ্টনী দিয়ে নিজেকে সাজায়।
পৃথিবীর কক্ষপথ ছেড়ে আমরা বাংলা বর্ণমালা দিয়ে কবিতা লেখি। অনুভবে তৈরি হয় কবিতার হাজারো শব্দ ও ছন্দ।
তোমাকে যতবার সাজাতে যাই,
ততবার আমার কর্ণযুগল জুড়ে ধ্বনিত হয় তোমার কণ্ঠে আগমনী গান। নাসিকা জুড়ে প্রবাহিত হয় শিউলি ফুলের সুগন্ধি।
এতকিছু ভীষণ একরোখা আর চরম বেহায়া না হলে পাওয়া যায়না, জয়ি।
তাই প্রেম হোক প্রকৃতিময়।
প্রেম সর্বদা প্রকৃতির মতো সুন্দর।
যদি তুমি সুন্দর দৃষ্টিতে অবলোকন করো।
১২টি মন্তব্য
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ লিখেছে। শুভ কামনা রইল
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
ফয়জুল মহী
💖 চমৎকার লিখছেন I
প্রদীপ চক্রবর্তী
ধন্যবাদ,দাদা।
রোকসানা খন্দকার রুকু
এতকিছু ভীষণ একরোখা আর চরম বেহায়া না হলে পাওয়া যায়না, জয়ি।****
মনের আকুতিমালা পুরন হোক এটাই কামনা।
শুভ কামনা। শুভ সকাল।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ,দিদি।
শুভকামনা, শুভ সকাল।
আরজু মুক্তা
মনেরও রঙ্গে রাঙাবো, ভোরেরও ঘুম ভাঙ্গাবো।
প্রকৃতিই মা। তার কাছ থেকে শেখার আছে অনেক।
প্রকৃতি ও মাঝে মাঝে একরোখা হয়ে যায়। হয়তো এটা ব্যালান্স। তেমনি জয়ীর কাছে এমন আকুতিটা ব্যালান্স হয়ে আসুক।
শুভকামনা।
ভালো থাকবেন
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
ভালো মতামত।
ধন্যবাদ,জানাই।
ভালো থাকবেন অনেক।।
উর্বশী
প্রকৃতি কে ভালোবাসলেই তো লক্ষ্যে পৌছানো সম্ভব।প্রকৃতির কাছে লেন- দেন থাকেনা। তবে কখনো এক রোখা হতে পারে।
রঙ ও গন্ধহীন তবুও মাধূর্যতায় গ্রাস করে শূন্যতায় স্বপ্ন দেখায়
পৃথিবীতে টিকে থাকার। চমৎকার উপস্থাপন ।
ভাল লাগলো।শুভ কামনা সব সময়।
তৌহিদ
লজ্জাশরম থাকলে আর প্রেমিক হওয়া যায়না। তা সে প্রকৃতি প্রেমিক হোক আর মজনুটাইপ প্রেমিক। লজ্জা পেলে প্রেম জানালা দিয়ে পালাবে নিশ্চিত।
চমৎকার লিখেছেন দাদা।
সুপর্ণা ফাল্গুনী
একরোখা হতেই হয় দাদা তা না হলে ঠিক হারিয়ে ফেলতে হয় প্রেম। প্রকৃতি আমাদের মনকে প্রসারিত করে, অবারিত করে আবার প্রতিশোধ নিতে শিক্ষা দেয় যখন সেটাই সবার জন্য মঙ্গল বয়ে আনে। জয়ি পূর্ণতায় ভরে দিক । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
প্রেম হোক প্রকৃতিময় এ কথাটি খুব ভাল লাগলো।
প্রকৃতির কাছ থেকেই আমরা শিক্ষা নিতে চাই।