প্রেম হোক প্রকৃতিময়

প্রদীপ চক্রবর্তী ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০৬:১৮:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

ভীষণ একরোখা না হলে বুঝি প্রেমে পড়া যায়না?
চরম বেহায়া না হলে বুঝি পিছু ছুটা যায়না?

আমরা রোজ রোজই একে অপরকে সাজাই।
কখনো রঙতুলিতে গোধূলি ভরা রঙ দিয়ে।
কখনো মহামায়াময় জগতের সৌন্দর্য দিয়ে।
প্রেমের সৌন্দর্য প্রকৃতিকে নিয়ে।
তুমি প্রকৃতির মতো সুন্দর। তাই তোমায় সাজাই আপনমনে,আপন ছন্দে।

রঙ নেই,গন্ধ নেই আছে মাধুর্য।
আর এ মাধুর্য শূন্যতাকে গ্রাস করে পৃথিবীতে টিকে থাকার স্বপ্ন দেখায়।
স্বপ্ন দেখায় প্রেমে পড়ার।
একবার, দুবার নয় বহুবার।
স্বপ্ন আর সৌন্দর্যের বাহারে যেমন করে পদ্মপাতা জলের উপর বেষ্টনী দিয়ে নিজেকে সাজায়।

পৃথিবীর কক্ষপথ ছেড়ে আমরা বাংলা বর্ণমালা দিয়ে কবিতা লেখি। অনুভবে তৈরি হয় কবিতার হাজারো শব্দ ও ছন্দ।
তোমাকে যতবার সাজাতে যাই,
ততবার আমার কর্ণযুগল জুড়ে ধ্বনিত হয় তোমার কণ্ঠে আগমনী গান। নাসিকা জুড়ে প্রবাহিত হয় শিউলি ফুলের সুগন্ধি।

এতকিছু ভীষণ একরোখা আর চরম বেহায়া না হলে পাওয়া যায়না, জয়ি।
তাই প্রেম হোক প্রকৃতিময়।
প্রেম সর্বদা প্রকৃতির মতো সুন্দর।
যদি তুমি সুন্দর দৃষ্টিতে অবলোকন করো।

৪৮৯জন ৩৯৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ