
প্রেম মানুষকে স্বার্থপরতা, উৎপীড়ন, সংকীর্ণতা, কুটিল ভেদাভেদ ও জটিল হিংস্রতা দূর করে উর্ধ্বে উঠিয়ে আত্মনিবেদনে উদ্বুদ্ধ হতে সতত সহায়তা করে। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও বিনম্র নমনীয়তার মাঝেই লুকায়িত রহিয়াছে অনুপম ভালবাসা। ভালবাসা হল একটু হাসি, একটু কান্না, অভিমান আর নিজেদের মধ্যে বুঝাপড়ার উদার সমঝোতা।
অনুভূতি, বিশ্বাস আর একে-অপরের প্রতি অপার সম্মানের ফলশ্রুতিতেই দু’টি মন এক হয়ে উদ্দীপ্ত লাভ করে।
আর তখনই ভোঁতা কলম, জাং ধরা খাতা, ছেঁড়া পান্ডুলিপি জীবন্ত হয় শোণিতধারায়। রমণীয় আঙ্গিকে ধরা দেয় বৈশাখের দ্বিপ্রহর রৌদ্রের ঝাঁঝাল খরতাপ। যারা প্রেমে ব্রতী হয়ে দু’হাত প্রসারিত করে হৃদয়-সাগরে পুলকে ঝাপিয়ে পরেন তাদের পৃথিবীর সমস্ত সুখ পরিতোষ হয়ে আলিঙ্গন করে।
ভাল আমরা সবাই বাসি, সবকিছুকেই। কিন্তু প্রেম করি নির্দিষ্ট একজনের সঙ্গে। প্রেমে যেমন পরম ভালবাসা নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে আবার তেমনই প্রবল ঘৃণাও ছড়িয়ে রয়েছে তার উল্টো পিঠে। প্রেম শুধু লাইলীর পোষা কুকুরকে আবেগে জরিয়ে চুমু খাওয়া নয়, প্রেম হইলো লাইলীর চুলের খোঁপায় আটকে গিয়ে উদাস হয়ে অজানায় হারিয়ে যাওয়া।
আমরা সম্পর্ক তৈরী করতে এত কঠোর পরিশ্রম করি যেন ভাবি এরই লাগি প্রতীক্ষায় ছিলাম এতদিন। তবে একটি পর্যায় আর তেমন পরিশ্রম করিনা সম্পর্কটাকে টিকিয়ে রাখতে।
বৈবাহিক সম্পর্ক হোক কিংবা প্রেম-ভালোবাসার সম্পর্ক হোক যত্ন না নিলে একটু একটু করে পানসে হয়ে যায়। যেমন যত্ন না নিলে একসময় শখের গাছটিও শুকিয়ে কাঠ হয়ে যায়। এতে শুধু একজনের নয়, দুজনকেই যত্নশীল হতে হবে। সম্পর্কের মাঝে ভালোবাসার ঘাটতি হলে বাকিসব চাহিদা ফিকে হয়ে যায়। ভালবাসা হলো একটি মানুষিক চাহিদা। টাকাপয়সা, জৈবিক চাহিদা সবই প্রয়োজনের তাগিদে।
একটি গল্প মনে পড়ে গেল-
জীবনের ভোরবেলায় বিয়ে হয়েছিল নন্দীনির, বিকেল না-হতেই ঝরে পরতে থাকে গাছের মরা পাতা। এরইমধ্যে তিন সন্তানের মা হয়েছেন। রূপের দৌড়ে পাল্লা দিতে পারেন এখনো যেকোনো তরুণীর সাথে। স্বামী গফুর কখনো বাসায় ফিরেন, কখনোবা ফিরেন না। কখনোবা ছুটিরদিনেও নানা অজুহাতে বাহিরে যাচ্ছে, কেন যাচ্ছে তাও বলছেনা, যখন ফিরছে খাচ্ছে ও না, শার্টে থাকছে অপরিচিত পারফিউমের গন্ধ।
সম্পর্কের মাঝে ভালোবাসার ঘাটতি হলে তার কোনো মূল্য নেই। ঠিক তখনই একটু ক্ষনিকের সুখের আশায় মুখোশের আড়ালে লুকিয়ে নতুন কোনো আশ্রয়স্থল খুঁজে। ধোঁকা দেয় নিজেকে, পা বাড়ায় পাপের জগতে। কিছু সুন্দর পবিত্র সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র যত্নের অভাবে।
একটি সম্পর্ক তৈরী করতে যতটা পরিশ্রম করি তারচেয়ে বেশী পরিশ্রম ও যত্নবান হতে হবে। সেটা বৈবাহিক সম্পর্ক হোক কিংবা প্রেম-ভালোবাসার সম্পর্ক হোক।
আমার এ গল্পটি নির্ভেজাল সত্যি, জীবন থেকে নেয়া। শুধুমাত্র নামগুলো বদলে দেয়া।
প্রেমে রহিয়াছে সর্বোচ্চ নিরুপম নৈতিকতা, একটি অলিখিত আধৃত চুক্তি। যেখানে বিন্দুমাত্র সন্দেহ ঢুকলেই প্রেম অস্ত হয়ে ঢলে পরে অসিত জহরে। আসলে প্রেমের ব্যাখ্যা করা অতীব প্রকাণ্ড কষ্টসাধ্য।
কিছুদিন আগেও প্রেম ছিল একটু হাত ধরাধরি, একটু বাঁকা চাহনি। আজ তা ব্যাপকতা লাভ করে দিনদুপুরে গলা জড়াজড়ি করে ঢলাঢলি পর্যায়ে উন্নতি লাভ করে যথেষ্ট শ্রীবৃদ্ধি ধারণ করেছে। অনেকে হয়তো একজীবনে অসংখ্য প্রেমের উদাহরণ উদ্ভাবন করে খ্যাতনামা হয়ে উঠেন সাবলীলভাবে। তাদের কাছে প্রেম হইলো একটি চুইংগাম, যতক্ষণ মিষ্টি আছে প্রানখুলে চিবাইলাম আর পানসে হলে থুক মেরে ছুড়ে ফেলে দিলাম নর্দমার কোনো এক অজ্ঞাত গর্তে।
প্রেম করতে গিয়ে নিজেদের দূর্বলতা প্রকাশ করিনা, করলেই হয়তো অবহেলা করতে শুরু করে দেয়। দূর্বলতাকে সুস্পষ্ট করে প্রকাশ কারাই হলো শ্রেষ্ঠ সবলতা। সত্য যতই নির্মম হোকনা কেন তা বলিষ্ঠ কন্ঠে প্রকাশ করাই হল সুশ্রী।
আর তাতে প্রেম আরও গভীর হয়ে মহৎ নিদর্শন রচনা করে বেঁচে থাকে মহাকাল থেকে অনন্তকাল।
১০টি মন্তব্য
তৌহিদ
যে কোন সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, ভালোবাসা এবং সম্মানের উপরে। সব সম্পর্কেরই যত্ন নিতে হয়। তা না হলে একসময় তা ফিকে হতে বাধ্য। সমাজে সম্পর্কের টানাপোড়ন শুধুমাত্র নিজেদের কারনেই হচ্ছে। সবার সচেতন হতে হবে অবশ্যই।
চমৎকার একটি লেখা পড়লাম ভাই। শুভকামনা জানবেন।
সাখাওয়াত হোসেন
যত্ন না নিলে শখের জিনিসটিও নষ্ট হয়ে যয় – দারুণ বলেছেন ভাইয়া।
শুভেচ্ছা জানাই নিরন্তর।
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি অনুভুতি প;অকাশ করেছেন।সার, তেল, মসলা, সুগন্ধী সবাই জীবনের শ্রী বৃদ্ধি করে। তাই ঘরেব্বাহিরে আওব খানেই যত্ন আত্তী না করলে ঘাটতি পরে যায়।
ধন্যবাদ ভাইসাব।
সাখাওয়াত হোসেন
দারুণ বলেছেন ভাইয়া।
শুভেচ্ছা রইলো অবিরত।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ প্রিয়।
রোকসানা খন্দকার রুকু
প্রেম করতে গিয়ে নিজেদের দূর্বলতা প্রকাশ করিনা, করলেই হয়তো অবহেলা করতে শুরু করে দেয়। দূর্বলতাকে সুস্পষ্ট করে প্রকাশ কারাই হলো শ্রেষ্ঠ সবলতা। সত্য যতই নির্মম হোকনা কেন তা বলিষ্ঠ কন্ঠে প্রকাশ করাই হল সুশ্রী।***খুবই অসাধারণ বলেছেন। যা যাবার তা চলেই যায় আর যেটা থাকবার সেটা থাকে। শুভকামনা রইল ভাইয়া। ভালো থাকবেন।
সাখাওয়াত হোসেন
হ্যাঁ আপু ঠিক বলেছেন, ভালোবাসা এমনি যা জোর করে পাওয়া যায় না।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ ঠিক তাই। যেকোন সম্পর্কের যত্ন নিতে হয় তানা হলে সমাজে এসব অনাচার, ব্যভিচার বেড়েই যাবে । অনেক আগে থেকেই কিন্তু এর ফলাফল প্রকাশ পেয়েছে। পরকীয়ার জন্য সন্তানকে খুন করতেও দ্বিধাবোধ করেনি জন্মদাত্রী, চারপাশে পরকীয়া আর বহু প্রেমের সম্পর্ক ঘটতে দেখা যাচ্ছে।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
সাখাওয়াত হোসেন
আপু আপনাকে অশেষ ধন্যবাদ দারুণ একটি বিষয় উল্লেখ করে মন্তব্য করার জন্য।
আরজু মুক্তা
প্রেম আর ভালোবাসা এক নয়। আর সম্পর্কের যত্ন প্রতিদিন নতুন করে নিতে হয়। মেনে নেয়ার মানসিকতাও থাকতে হয়। স্যাক্রিফাঔস করা জানতে হয়। তবেই তা হবে খাঁটি।
এখনকার ডমাজে আমরা বাবা মা হয়েছি ব্যস্ত। সন্তানকে সময় দেই না। মনে রাখতে হবে শেখাটা পরিবার ঘেকে শুরু হয়। আসুন পরিবারকে ভালোবাসি সময় দেই।
শুভকামনা ভাই