প্রেম প্রেয়সী

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৯ জুন ২০২১, মঙ্গলবার, ০৯:২৫:২৯পূর্বাহ্ন ছড়া ১৪ মন্তব্য
  • স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
  • মাত্রা বৃত্তঃ৪+৪/৪+২
  • অক্ষর বৃত্তঃ৮+৬
  1. দিবানিশি ভাবি প্রিয়া তোমারি যে কথা
  2. মনে লুকানো যে গিরি সমতুল্য ব্যথা,
  3. তোমারে যে আমি জানো কত ভালোবাসি
  4. তোমা কথা মনে হলে খুশিতে যে হাসি।

 

  1. তুমি আছো মনে ক্ষণে ভাবি তোমা কথা
  2. কি জানি কি হবে সখী মনে জাগে ব্যথা,
  3. অবাধে যে ঘোরাঘুরি পুরো দিনে কত
  4. ফুলে ফুলে ভরা ডালে পাখি শত শত।

 

  1. জুড়ি মোরা সুখে দুখে নিজে কথা বলি
  2. হাতে হাতে রেখে মোরা ভেবে ভেবে চলি,
  3. কভু আসে কোথা থেকে শুভ কাজে বাঁধা
  4. মনে মনে ভাবি আমি  তুমি হলে রাধা।

 

  1. তোমা হাতে রাঙা চুড়ি খোঁপা ফুলে ফুলে
  2. তোমা আমি চেয়েছি যে মনে ভুলে ভুলে,
  3. হাসি মজা করে মোরা খেলেছি যে খেলা
  4. কবে তুমি ছেড়ে গেলে দিয়ে দুখে মেলা ।

 

  1. একাকি যে ঘুরি আমি কত বনে বনে
  2. কভু হয়ে না যে দেখা সখী তোমা সনে,
  3. ভুলে গেছো সখী মোরে মনে কত আশা
  4. বুকে ছিলে মোরে জানো বহু ভালোবাসা।
রচনাকালঃ
২৮/০৬/২০২১

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ