========================================
প্রেম কখনো বৃদ্ধা হয় না
এমন কি গার্হস্থ্য জীবন!
সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন নয়;
এ আমি খুব দুর্বলছিলাম,
লাজুকছিলাম; তবুও অগাধ প্রেমের নদ আছে।

চায়লেই তুমি জলে জলে মিশে যেতে পারো-
কি ভাবছো বয়স? ছুরে ফেল নর্দমায়;
প্রেম মানে নয় কামুকবাসনা, প্রেমে আছে
কিছু ভাবনার নতুন গল্প সৃষ্টির খেলা,
কল্পনা জলপনা আনন্দক্ষণ;

মিছেই তুমি বৃদ্ধা গার্হস্থ্য ভাবছো-কবি হয়ে রঙ ছড়াস বেশ
আমি একটা কবিতা হতে চাই শুধু শরতের কবিতা!
কাশবনে দোলবো –সাদা মেঘে শঙ্খচিলে উড়ব-
ছুঁই –ছুঁই বর্ষা হবো না শুধু রঙিন ফাল্গুণ হবো
সুপর্ণা বৃদ্ধা বা গার্হস্থ্য জীবন আর ভেবো না।

এ জীবন ত মিশে যাবে কোন মাটির সবুজ রাঙা ঘাসে-
কিংবা চন্দ্রকাঠের ধোয়ায় বাতাস গন্ধ মুখে
তবুও প্রেমকে বৃদ্ধা গার্হস্থ্য ভেবো না !
এ ভাদ্রমাসি প্রেমের হাওয়া বয়ছেযতই অসুখ বিসুখ থাকুন না
প্রেম কখনো বৃদ্ধা গার্হস্থ্য আমি মানি না ।

০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০
------------------------------------

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ