
বিধাতার অপূর্ব সৃষ্টি
ক্ষনিকের দুনিয়াদারী
ভালবেসে মিলেমিশে
আছে নর-নারী।
প্রেমের স্বর্গ রচিয়া ধরায়
স্বপ্ন দেখে সুখে
উদরে রয়েছে ক্ষুধার জ্বালা
প্রেমের বানী মুখে।
সৃষ্টির পারম্ভে প্রেমে পরেছিল
আদি পিতা মাতা
প্রেয়সির ছলনায় স্বর্গ ছেরে
ধরায় সংসার পাতা।
যুগে যুগে প্রেম মানব হৃদয়ে
রয়েছে সাথীর মত
প্রেমের কারনে হয়েছে অমর
প্রেমিক প্রেমিকা যত।
খোদা প্রেমে ভক্ত অলী
জপছে প্রেমের বানী
সন্তান প্রেমে মা জননী
দেয় যে কোরবানী।
লাইলী মজনু, শিরি ফরহাদ
রোমিও জুলিয়েটের গাথা
সর্ব যুগের প্রেমিক হৃদয়ে
জাগায় বিরহ ব্যথা।
প্রেমের কিংবদন্তি সম্রাট শাহজাহান
প্রেমকে করল জয়
কালের স্বাক্ষী তাজমহল
আজো কথাকয়।
প্রেম ছার দুনিয়া অচল
প্রেম জান্নাতের বারী
সত্য প্রেম ছারা ভবে
হবে বিপদ ভারি।
আত্মায় আত্মায় মিলনে যে প্রেম
সেইতো আসল খাটি
প্রেমিক যতই হোকনা গরিব
কৃষ্ণকালো মাটি।
হৃদয় হৃদয়ে হারিয়ে গেলে
দেহ সেখানে ম্লান
প্রেমের জোয়ারে ভাসে দুটি মন
ভাসে সারাজাহান।
****************
Love always evergreen
*********
Heart to heart relation
Its call love & affection.
Love always evergreen
Always good sign
Love always younger
It’s make life shine.
Its source of happiness
In Past –Present and Future
Sweet and Magnificent gift of creator
To his creature.
Love never can die
Like Romio – Juliet
Lily –Mojnu Proved
Love always great.
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে কবিতা। প্রেম আদি থেকেই ছিল , থাকবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আতা স্বপন
ধন্যবাদ
ফয়জুল মহী
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
আতা স্বপন
ধন্যবাদ!!
সাবিনা ইয়াসমিন
প্রেমে সৃষ্টি জগত-সংসার, কখনো প্রেম হয়ে যায় ধ্বংসের কারণ। নানামুখী প্রেম বন্দনা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
আতা স্বপন
ধন্যবাদ!
শামীম চৌধুরী
হৃদয় হৃদয়ে হারিয়ে গেলে
দেহ সেখানে ম্লান
প্রেমের জোয়ারে ভাসে দুটি মন
ভাসে সারাজাহান।
বাস্তব কথাটি কবিতায় ফুটে উঠেছে।
আতা স্বপন
——————ধন্যবাদ———————
নীরা সাদীয়া
সবশেষে আমি বলি
প্রেম একটা ভুল কথা।
ক্ষণিকের দুনিয়ায়
প্রেম করে ছলনায়।
আতা স্বপন
প্রেমের কোন শেষে কথা নেই
জন্ম আমার প্রেমেই
পিতা মাতার প্রেমে
এলাম :ধরাধামে
ছলনাতো সেই করে
প্রেম নয় যে শয়তানি করে
যেজন প্রেমের কদরদান
আসল প্রেমি সেই পান
**ধন্যাবাদ**
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে কবিতা।
আতা স্বপন
///ধন্যবাদ////
হালিম নজরুল
নানান রকম প্রেমের ধরণ নিয়ে ভাল লিখলেন।
আতা স্বপন
ধন্যবাদ