প্রেমের চাঁদ না ছুঁইল

আলমগীর সরকার লিটন ২৯ আগস্ট ২০২০, শনিবার, ১০:০২:০৭পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য

==============================
যার প্রেমের জলে নামছিল না
তবুও প্রেম সাগরে ডুবে মরল-
ও প্রেমের অন্তকথা স্বর্ণলতা
বন্ধখাতা শুকনো পাতার গন্ধ
মলিন করে মরার আগে মারল;

অতঃপর সকাল সন্ধ্যা তবু প্রেম
ছাড়ে না- ধরার আগেই কপাল
পুড়া- আজও প্রেম জানে না;
বিবাগি সংসার অট্রালিকা পাহাড়
অথচ প্রেমের শব্দ অমাবস্যায় পুড়ল

ইটভাটা দেখনি অন্তরানলে জ্বলনি
অহংকারে দেখছো সব ছড়ে গেলো
পাশের বাড়ির কৃষ্ণচূড়া তাও বুঝনি-
কি দোষে ধরিয়ে দিলে অন্তরপুড়া বাঁশি
বাজে এখন দিবানিশি প্রেমের চাঁদ না ছুঁইল।

১৪ ভাদ্র ১৪২৬, ২৯ আগস্ট ২০
------------------------------------

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ