প্রেমের ইতিহাস

নিরব সাগর ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৩৩:৪৬পূর্বাহ্ন চিঠি ১২ মন্তব্য

প্রিয়তম,

তোমার জন্য প্রতিদিন কিছু না কিছু লিখে রাখি ডাইরির পাতায়।কোন একদিন চলে আসবে জনসম্মুখে, আর সবাই অবাক হয়ে পড়বে তোমার আমার প্রেম কাহিনী।

যখন তারা জানতে পাবে এই ঘটনা, হয়তো হয়েও যেতে পারে, সেইটা কোন অমর প্রেম কাহিনী।কারন তোমাকে নিয়ে আমার প্রেমের রাজ্যের যে বর্ণনা থাকবে তা হার মানাতে পারে, সম্রাট শাহজাহানের প্রেমকাহিনী বা তার তাজমহলকে ।
হেরে যেতে পারে লাইলী-মজনু শিরি-ফরহাদ রোমিও-জুলিয়েট এর মত জগৎবিখ্যাত প্রেম কাহিনী।

সেখানে থাকবে না কোন কামুকতার ছিটেফোঁটা। থাকবেনা কোন বিষাদের মতন ঘটনা। থাকবেনা তোমায় পাওয়া বা না পাওয়ার মতো বর্ণনা।

শুধু জানবে তোমার মত কেউ একজন ছিল আমার জীবনে ।যাকে কিনা আমি আগলে রেখেছিলাম মুক্তাকে আগলে রাখার মত করে। আর জানবে তোমার আমার প্রেমের ঐতিহাসিক কল্পনা।

অতঃপর জানবে আমার শেষ চাওয়া, ''তোমাকে ইতিহাস করে মরে গিয়ে
আমি বেঁচে থাকতে চাই।"

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ