
গোধুলীবেলার বসন্ত বাতাসে,
পিপাসিত ওষ্ঠদ্বয়।
নব প্রেমের অনুরাগে
লোভাতুর দৃষ্টি মেলে দুর্ভেদ্যে।
নয়নের কাজলখানি,
তোমার রূপের কারুকাজ,
আরো সুগভীর সাজিয়ে তোলে,
ভালোবাসার শৈল্পিক ছোঁয়াতে।
উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
বারেবার,শতবার।
রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রেমের কবিতা ভালো লেগেছে। শুভ সকাল ভালো থাকুন
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো দিদি।
ভালো থাকুন সবসময় ।
এস.জেড বাবু
উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
বারেবার,শতবার।
অসামান্য অনুভুতির প্রকাশ মেলে আপনার লিখায়।
অসাধারণ
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
ফয়জুল মহী
অতুলনীয়, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
গোধুলীবেলার বসন্ত বাতাসে,
পিপাসিত ওষ্ঠদ্বয়।
নব প্রেমের অনুরাগে
লোভাতুর দৃষ্টি মেলে দুর্ভেদ্যে।
ওয়াও দারুণ
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল আপু। শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
এতো দেখছি ভয়ানক প্রেম!
সম্পূরক ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছে।
ইসিয়াক
চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
ত্রিস্তান
একেতো গোধূলি তার উপর বসন্ত, এই সময় প্রেমের তৃষ্ণা তো বাড়বেই। আসলেই বসন্ত গুলো কেন যে আসে বারবার?
ইসিয়াক
ঠিকই বলেছেন ভাইয়া ।
বসন্ত গুলো কেন যে আসে বারবার? তবে বসন্ত আসে বলেই আমাদের জীবন রঙীন হয়ে ওঠে। শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।”
রোমান্টিকতা শেষ যাতে নয় সুখ সম্ভোগে
কাটুকনা জীবন শুধু অনুরাগে।
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন সবসময় ।
মনির হোসেন মমি
রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।
দারুণ।প্রেমের জয়গান।ফিরে আসুক বার বার।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো্ ভাইয়া্ ।
শুভসন্ধ্যা
অন্বেষা চৌধুরী
আরে বাহ্! মেঘও বসন্তের বাসন্তী বাতাস রঙ লাগিয়ে দেয় প্রেয়সী মনে।
দারুণ লিখেছেন
ইসিয়াক
শুভেচ্ছা সতত।