প্রেমানুরাগ

ইসিয়াক ২৮ জানুয়ারী ২০২০, মঙ্গলবার, ০৭:৪১:৫১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

গোধুলীবেলার বসন্ত বাতাসে,
পিপাসিত ওষ্ঠদ্বয়।
নব প্রেমের অনুরাগে
লোভাতুর দৃষ্টি মেলে দুর্ভেদ্যে।
নয়নের কাজলখানি,
তোমার রূপের কারুকাজ,
আরো সুগভীর সাজিয়ে তোলে,
ভালোবাসার শৈল্পিক ছোঁয়াতে।
উত্তপ্ত নিশ্বাসে ক্ষণেক্ষণে বুকের
ওঠাপড়া, অন্তরে বেধে যেন অসহ্য
সুখের শায়ক। তীব্র অনুরণনে।নিঃশেষে
বারেবার,শতবার।
রক্তের রিনিঝিনি,উদ্দামতা,আরেক
সপুষ্পক প্রেমরূপে ধরা দেয়।
জাগতিক সুখ সম্ভোগে।

৪২৯জন ৩২১জন
8 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ