প্রিয়

প্রদীপ চক্রবর্তী ১৩ জুলাই ২০১৯, শনিবার, ০২:৪০:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

প্রিয় রূপ
নিশ্চয় তুমি গভীর রাত্রিতে উত্তাল সাগরের ঢেউয়ের আওয়াজ শুনেছ ?
যে ঢেউয়ে হৃদয়ের বাঁধ ভেঙ্গে যায়।
যেখানে জোনাকিরা সুপ্ত আলোর প্রতিভা ছড়ায়।
রূপ নিশ্চয় তুমি দেখেছ পূর্ণিমা রাত্রির ষোড়শী?
যার মোহনীয় আবরণের স্নিগ্ধ কিরণে তুমি বাজাও বাঁশি !

আজকাল তোমায় সেই কৃষ্ণ রূপে দেখা যায়না।
পাই না আর নীলচে খামের গায়ে তোমার হাতে প্রিয়া নামক লেখা চিঠিটা।
ভরদুপুরে তোমার জলদগম্ভীর কন্ঠ শোনা যায়না।
তোমার বড্ড অভিমান তাই না রূপ ?

রূপ জানো,
প্রতিটা ঘুমহীন নিস্তব্ধ রাতের ক্লান্ত আঁধারে,
আমার চোখের কোণে অজস্র নদী বহে।
আর
অতীতের স্মৃতি জমাট বাঁধে আমার বেবাক নগরীতে,
তোমার ভালোবাসার ঘোরে।

তুমি না বলেছিলে "তোমায় ভালোবাসি নীরা " !
আর বলেছিলে "তুমি পাশে থেকো নীরা জন্মভর"!

রূপ জানো,
আমার কবিতার প্রতিটা লাইন--- প্রতিটা ছন্দ তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। শুধু তোমার জন্য।
শুধু তোমায় ভালোবাসি বলে!

মন জুড়িয়ে যেতো তোমার জলদগম্ভীর কন্ঠে
প্রকৃতিকবি জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি , শ্রীকান্ত আচার্যের গান
যা শোনাতে আমায় তুমি রোজ রোজ !
প্রতিনিয়ত তুমি আমায় সুন্দর একটি দিন উপহার দিতে।
সত্যি'ই তোমার কাছে আমি ঋণী ।

রূপ আমার সমস্ত ভালোবাসা ছিলো
শুধুই তোমার জন্য।
অমাবস্যা রাত্রিতে যখন পাখিরা স্তব্ধ হয়ে যায়... চরিদিক জনমানব হীন.....
তখন পাশবালিশে মাথা ঠেকিয়ে তোমার জন্য অজস্র কবিতা লিখতে বসি।
জানি না আমি.... কিছুই জানি না।
না মেলাতে পারছি নিজেকে
না মেলাতে পারছি কবিতাকে!
নিমেষে সকল কিছু শেষ হয়ে যাচ্ছে রূপ !
শুনতে পাই না আর তোমার
ঐ ভুবন ভোলানো সুর।
যে সুরে আমার মন ভুলিয়ে দিতে।
যে সুরে ভালোবাসার স্পর্শতা বয়ে দিতে।
রূপ তুমি না বলেছিলে পূর্ণিমার রাত্রিতে চাঁদের আলোকিত স্নিগ্ধ কিরণে .....
জ্যোৎস্না গায়ে মাখব বলে আমায় নিয়ে যাবে আমার পছন্দের ফুল শিউলি তলায় ?
আজ তুমি আমায় ভুলে গড়েছ অভিমানের পাহাড়।
আজ তুমি থাকো আমার থেকে
বহু আলোকবর্ষ দূরে।
সাগরের জলের ন্যায় তুমি নিজেকে
নোনা করে রেখেছ !
রেখেছ আমায় তুমি অভিমানে ঘেরা অশ্রুসজলে।

ভালো থেকো রূপ !
পোড়ামাটির ছিন্নভেদে খুঁজেছি তোমায় ধুসরে,
বেসেছি তোমায় ভালো দিবস রজনীর চিরকুটে।

তুমি আমায় নাইবা ভালোবাসলে .....
আমি তো তোমায় ভীষণ ভালোবাসি রূপ !

রূপ
আমি চলে যাব যেদিন
সেদিন খুঁজবে তুমি আমায় বিনিদ্র রজনী,
আমার অন্তিম শয্যার আকুল চিত্তে তোমার কাছে এ আমার মিনতি থাকলো
..
ইতি তোমারি নীরা

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ