তুমি ও গেলে চলে বড় অসময়ে অভিমানের ছলে।
তুমি কিংবদন্তী প্লে ব্যাক সম্রাট নানা অভিধায় ভূষিত হলে।
তুমি ছিলে সারা জীবন জুড়ে মানুষের হৃদয় মন্দিরে
সুরের ভুবনে অবিনশ্বর খ্যাতিমান শিল্পীর ভীরে।

তুমি জ্বল জ্বলে তারায় দেদীপ্যমান মুকুটহীন সম্রাট
সুরের মায়ায় হারিয়ে যাই, কেটে যায় নিদ্রাহীন রাত।
তোমার সুরে ছিল মায়াবী আবেশ প্রেমের বন্দনা
তুমি নেই তাই আজও বেজে যায় জীবনের আরাধনা।

তুমি বলেছিলে কন্ঠে ধারন করে
"ডাক দিয়াছেন দয়াল আমারে,
রইবো না আর বেশী দিন তোদের মাঝারে"
আমার গান গুলো রেখো সাবলীল অবিকৃত করে।

তুমি নেই তাই আর গাইবে না কেউ তোমার মতন করে
“হায়রে মানুষ রঙিন ফানুশ দম ফুরাইলে ঠুশ!
তবুতো ভাই কারোরেই নাই একটুখানি হুঁশ! “
জীবনের মাঝে গাও জয় গান তবে হও তুমি মানুষ ।

তুমি নেই আজ বেঁচে থাক রাজ তোমার গানের মাঝে
তুমি শিল্পী, মুকুটহীন সম্রাট , শুধু তোমায় সাজে।
থাক পরপারে স্বর্গ বাসী হও সুরের ভুবন জুড়ে
তোমার সুরের মাঝে বেঁচে থাক তুমি ফিরে এসো বারে বারে।

 

 

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ