প্রিয় মানুষের প্রস্থান

নিরব সাগর ৯ মার্চ ২০২০, সোমবার, ১১:১০:৫৮অপরাহ্ন চিঠি ২২ মন্তব্য

আজ তোমার শহরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। বেশ কিছুদিন পর বাসা থেকে যখন শহরে ঢুকলাম কেমন যেন লাগছিল।

অসংখ্য মানুষ শহরে, হাজারটা যানজট রাস্তায়, অযস্র শব্দ সৃষ্টি করছে শব্দদূষণ। তবু যেন কোথাও কেউ নেই । এই শহরটা এর আগে কখনো এতো শূণ্য লাগেনি । এতো ফাঁকা মনে হয়নি ।

বিশেষ কিছু জায়গাতে বার বার নজর করলাম, কোন মানুষ আছে কি না । জানি নেই, কেউ থাকবে না । তবুও মনের হালকা আলিঙ্গন ।

আমার লেখার রাণী হতে চেয়েছিলে তুমি । কখন যে আর অন্য কিছু হয়ে গিয়েছিলে জানিনা । এখন আমার লেখা শুনার মত আর একটা মানুষ নেই ।এমনিতেই অনাদরে পরে থাকে ডায়েরীর পাতায়, ঘরের এক কোণায়।

এখন আর লেখতেই তেমন ইচ্ছা করেনা । লিখে কি হবে যদি পড়া কিংবা শুনার মানুষ না থাকে ।

আমাকে ভুলে যাও তাতে কোন কষ্ট নেই বা হবে না । তবে যদি অবহেলা কর কষ্ট বেশি পাবো। বন্ধু হিসেবে পাশে থাকার যোগ্যতা না থাকলে নাই হয় তো।

কি সব লিখছি , ভাবতে পারছি না । যখন থেকে লিখতে বসেছি তখন থেকে শুধু চোখের জল ঝরছে আর ঝরছে । কেন যে ঝরছে তাও বুঝিনা। তুমি যে আমার বিশেষ কেউ ছিলে তাও তো না।

এসব কথা তোমার মন খারাপ করার জন্য নয়। তোমার কোথাও একটু লেগে থাকার অপচেষ্টা আর কি । না, লেগে থাকার চেষ্টা নয় । তোমার কোথাও একটু বেঁচে থাকার শেষ ইচ্ছা ।

আশা করি অনেক ভালো আছো।ভালো থাকো এই কামনা রইলো ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ