শুভ সকাল …..প্রিয় প্রণতি……দিন শেষে থাকুক তোমার শত আনন্দ কামনা।
- তোর কাছে প্রশ্ন রহিল শত,
তুই আপন করিয়া বুকটা করলি ক্ষতবিক্ষত ,,
যা স্বপ্ন ছিল দুটি নয়নের কোনে……
সেই স্বপ্ন গুলো তুই অশ্রু জলে ভাসিয়ে নিলে।
শুধু দিয়ে গেলি আমায়,মিথ্যে অভিনয়…..
অকারনে শত বেদনা”
তবু বলি প্রিয় তুমি সুখি হোও….
করি এই কামনা,!
৮০৩জন
৬৯১জন
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শত আঘাতের পরেও এটাই বলতে হয় ‘প্রিয় তুমি সুখী হও’। শুভ সকাল
সঞ্জয় মালাকার
শুভ সন্ধ্যা দিদি, শত আঘাতের পরেএ এটাই কামনা প্রিয় ভালো থাকুক
সাবিনা ইয়াসমিন
প্রিয়জন ভালো থাকুক, সুখী হোক এটাই কামনা।
শুভ সকাল দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন। ভালো থাকুক ভালোবাসার মানুষ
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
ছোট কবিতা ভালো হয়েছে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার ভালো লাগাতে আমি ধন্য হই, সন্ধ্যা কালীন শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
এ দেখি অক্ষমের ভালোবাসা!
দূর থেকে কোন ভালোবাসাবাসি হয় না।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা, অক্ষমের ভালোবাসা দূর থেকে হয়না,
ধন্যবাদ দাদা সকাল বেলার শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সারা দিন শুভ কামনা।
ইসিয়াক
‘প্রিয় তুমি সুখী হও’
ভালো লেগেছে।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত, ভালো থাকুন সব সময়, শুভ কামনা জানাবেন।