971952_409696255802125_176646568_n
♬♬♬♬♬
পাখি- কেমন আছো জেস?
জেস- ভালো, তুমি?
পাখি- অন্নেক ভালো 🙂 অনেকক্ষন অপেক্ষা করেছো?ট্রেনে ক্ষুধায় কাতর, আসো এখানে বসি।
জেস- এমন আনন্দময় অপেক্ষা আমি আর করিনি 🙂
পাখি - প্লাটফরম নাম্বার মনে ছিলো?
জেস - হ্যা থাকবে না কেন? ঐ যে তোমার পাথার পিছনে।
পাখি- রাস্তায় দুজনে হাঁটতে ভাল লাগছে খুব,তোমার হাত ধরে হাঁটবো।
জেস- চলো হাটি হাত ধরে ধরে।
♬♬♬♬♬
পাখি- 'স্বাগতম' জেস 🙂 সরি, ইট্টু দেরী হইয়া গেলো।
জেস- ধন্যবাদ তোমাকে,আজ আনন্দে আমার মন ভড়িয়ে দিলে তুমি
পাখি- হ্যাঁ, সামান্য একটু কুশল বিনিময়ও অনেক সময় মনকে অনেক আনন্দ দেয়।
জেস-  নির্মল আনন্দের উৎস গুলো কমে যাচ্ছে আমাদের
পাখি - সকাল থেকে আমারও মনটা অনেক বিষন্ন ছিলো।স্বাগতম বলে ভাল লাগছে।
জেস - আমার মনটাও বিক্ষিপ্ত ছিলো।ভাবিনি স্বাগমত বলতে হবে এটি মনে রাখবে।
পাখি- তুমিও মনটাকে ভালো করে দিয়েছ জেস
জেস-  আজ তুমি আমার সাথে থাকবে সারাদিন আনন্দ হয়ে।
পাখি- আমার সৌভাগ্য 🙂 আমি তো ভালো পাখি,তাই মন ভালো করে দিতে পারি 🙂
জেস- হইছে হইছে এগারটায় একটা মিটিং আছে, ভাগো এখন 🙂
♬♬♬♬♬
পাখি-জেস কতদুর তুমি?
জেস-এইতো কাছেই চলে এসেছি
পাখি- জেস জানো আজ আমি তোমার হলুদ পাখি হয়েছি 🙂
জেস- মানে?
পাখি- আসো আসো দেখলেই বুঝবা 🙂
জেস- আরে এইটা তো আসলেই হলুদ পাখি 🙂
পাখি- এই দেখো তোমার প্রিয় কত পদের ভর্তা,কি নিবে আগে?
জেস- এত করেছো?আমি কি পেটুক নাকি?
পাখি- কি এমন ক্রেছি,আমার যে আরো ইচ্ছে ছিলো,সব খাবে কিন্তু 🙂
জেস- পাখির হাতের খাবার না খেয়ে পারি? খেতে খেতে পেট ফাটিয়ে দেবো আজ 🙂
পাখি- চলো আমাদের বাগান দেখাই,কত সবুজ,কত ফুল
জেস- পাখিরা বাগানেই তো থাকবে।তুমি খুসি পাখি?
পাখি- খুব খুব খুব,দেখে বুঝো না? তুমি? 🙂
জেস- আমিও খুব খুব খুব, বুঝিতো......
♬♬♬♬♬
পাখি- জেস তোমাকে একটা গান শুনাই গেয়ে?
জেস- তুমি তো রোজই শুনাও,আজ আমি শুনাই। এই গানটা শুনো ...
পাখি - আচ্ছা জেস ♬

অঃকঃ জেস এই গানটি দিয়ে ২০১০ সনের ৫ জানুয়ারী কতগুলো ফুলের ছবি দিয়ে ভিডিও বানিয়ে ইউটিবে আপলোড করেছিলো।গানে কোন পাখির ছবি নেই।বিভিন্ন সময় অত্যন্ত প্রিয় কিছু স্বজন এই ফুলের ছবি গুলো জেসকে দিয়েছিলো।তাদের ছবিগুলো দিয়েই ভিডিও বানানো। সবুজ প্রান্তর,বন,আকাশ, ভাসমান নিঃসঙ্গ বাড়ি,মরুভুমি এবং গনগনে আগুন এর ছবি গুলো জেস এর সংগ্রহ করা।সর্বশেষে আছেন সমুদ্রকে পিছনে রেখে দাড়ান ঝাপসা অবয়বের একজন মানুষ-যাকে আমি জানি।

উল্টো গননাঃ প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা-৯

0 Shares

৫৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ