প্রিয় কিছু গান

সোনেলা রোদ্দুর ২০ মে ২০১৩, সোমবার, ১১:২৭:০৬অপরাহ্ন সঙ্গীত ২০ মন্তব্য

আমার ভালো লাগা গানের মাঝ থেকে প্রিয় কিছু গান আপনাদের সাথে শেয়ার করছি

তোমার জন্য নীলচে তারার
------------অর্ণব চৌধুরী

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।
ডাউন লোড করুন/শুনুন
 

চলো বদলে যাই 
----আইয়ুব বাচ্চু
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দু্‌ঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিন গুলো
ভুলে যেতে আমি পারি না..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।
ডাউনলোড করুন/শুনুন 

মেঘের দেশ
-----মিলা
হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন
পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন..
তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন।

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ
মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ..

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায়
পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়..

মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
ডাউনলোড করুন/শুনুন   

ধূসর সময়
----আর্টসেল

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোন স্পন্দন..
আলোর নিচে যে আধার খেলা করে
সে আধারে শরীর মেশালে।
আজ আমি ধূসর বিরঙীন সময়ে
পথ হারাই তোমাতে..
জীবনের কাটাঁ তারে তুমি
অন্তঃমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যায় অনাবিল আকাশে
শূণ্যতায়..তবু আমি।

কি খুজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে..
একা একা আমি থাকি দাড়ায়ে
স্মৃতির ঝড় বাতাসে দুজনার শরীর মেশালে।

আজ আমি ধূসর বিরঙীন সময়ে
পথ হারাই তোমাতে..
জীবনের কাটাঁ তারে তুমি
অন্তঃমিলের অপূর্ণতায়।
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যায় অনাবিল আকাশে
শূণ্যতায়..তবু আমি।
ডাউনলোড করুন / শুনুন

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ