প্রিয়তমা

হৃদয়ের স্পন্দন ২৪ জানুয়ারি ২০১৫, শনিবার, ০৩:৫১:২০পূর্বাহ্ন বিবিধ ৩৪ মন্তব্য

নির্ঘুম এ রাতের কসম প্রিয়তমা
তুমি ফিরে আসলে গ্রহণ করে নেবো সানন্দে,
তোমার প্রাপ্ত সকল অভিশাপ
টেনে আনবো নিজের উপরে।

প্রিয়তমা
কর্মব্যস্ত এ জীবনের কসম
প্রতিটা অবসরে আমি তোমায় ভাবি
বন্ধুমহলে সবাই কবি বলে ডাকে
প্রিয়তমা আমায় কবি বানানোর পিছনের খ্যাতি
শুধু তোমার ই দাবি।

প্রিয়তমা
ফিরে এসো সকল লোভ ছেড়ে
ফিরে এসো এই হৃদয় কুটিরে
হয়তো নেই ধন দৌলত
প্রিয়তমা
কসম করে বলছি
তোমার মনে এনে দেবো প্রশান্তি।

প্রিয়তমা
অগ্নিপথে তোমার আগে যদি কেউ হয় পথচারী
প্রিয়তমা সে আমি
সকল পুরুষের সফলতা কিংবা ব্যার্থতার পিছনেই নাকি কোনো এক নারী
প্রিয়তমা সে তো তুমি হতে পারতে
পারতে হতে এই আনাড়ির সফলতার অধিকারী

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ