প্রিয়তমা ২

হৃদয়ের স্পন্দন ২৬ জানুয়ারি ২০১৫, সোমবার, ১২:১৩:৩২পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

প্রিয়তমা
সেদিন বৃষ্টি ছিলো
ঝড়ো বাতাস ছিলো সেই সাথে
প্রথম দেখা হয়েছিলো
আমমুকুলের বনে।

প্রিয়তমা
তারপর দিন গেল
মাস ঘুড়ে বছর
তুমি যখন প্রথম এলে
গুনছিলাম সেদিনও তোমায় পাবার প্রহর।

প্রিয়তমা
তারপর কোনো একদিন
হাতে হাত রেখে ভালোবাসি বলেছো
এ বুকে মাথা রেখে ঘুমাতে চেয়ছো,
কবে সত্যি হবে তার অপেক্ষায় কাটলো সময়।

তারপর হুট করে
কোনো ঘোষণা ছাড়া চলে গেলে
অন্তিম অসহায় একাকী করে,
প্রিয়তমা
তুমি কবে ফিরবে?
আমি আজো অপেক্ষা করে আছি।
শুধু তোমায় পাবার লোভে কেটে যাচ্ছে
দিন মাস বছর,
কাটছে আমার অগুনিত প্রহর।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ