এক সময় কবিতা লেখার চেষ্টা করতাম। প্রেম, বিরহ, যন্ত্রণা, স্যাটায়ার, মুক্তিযুদ্ধ, রাজাকার, বোধ, বিবেক ইত্যাদি বহু কিছু ছিল আমার লেখার বিষয়। কবিতার সিংহভাগ অপ্রকাশিত। একবার বই বের করার চেষ্টা করলাম। প্রচ্ছদ করলাম। প্রকাশক কোন কবিতা না দেখেই বলে দিল ২০ হাজার টাকা লাগবে। একবার অডিও এ্যালবামের চেষ্টা চালালাম। ২৫ টা কবিতার ২২ টা রেকর্ডিং হবার পর আবৃত্তিকার হারিয়ে যায়। ৩ টা কবিতা রেকর্ড না হওয়ায় সেটা আর প্রকাশ পায় নি। অবশ্য কবিতাগুলো ছিল সাম্প্রদায়িকতা, যুদ্ধাপরাধ বিরোধী এবং মুক্তিযুদ্ধ এবং তৎকালীন ভন্ড সমাজ ব্যবস্থা নিয়ে।

এখন কথা হচ্ছে, কবিতার ভাষা কিংবা বার্তা নেয়ার মতো গ্রুপ নীতিমালা কিংবা এডমিনের মন কি প্রস্তুত! কারণ নীতিমালায় যা লেখা আছে তা আমার বোধগম্য নয়। আমি দর্শনগত যে দুনিয়াতে ভ্রমণ করি তার সাথে বাস্তব দুনিয়ার ফারাক অনেক। তাই চিন্তিত যে, কবিতাগুলো কি প্রকাশ শুরু করার পর মাঝপথে থামিয়ে দিতে হবে! কারণটা আমার কবিতার কয়েকটা শিরোনাম থেকেই বুঝতে পারবেন।

'ঈশ্বর ধ্বংস হোক'

'দিল মে আওয়াজ পাকিস্তান'

'কুত্তার বাচ্চা'

'মেঘবালিকার অপেক্ষায়'

'প্রকার রাজাকার'

'প্রেম-কাম-ক্রোধ-বিরহ সিরিজ'

'বুকের ভেতর নিকোটিন হয়ে সেই তুই-ই তো থাকিস'

'বীরমাতা বীরাঙ্গান'

'গেরিলা ১৯৭১'

ইত্যাদি

এবং শ'খানেক শিরোনামহীন। কোন নাম দিতে মন চায় নি কখনো।

 

--- এবার আপনেরা কন তো দেহি আমু কিনা কবিতা নিয়া!!!

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ