
ফাগুন,
জাদু আমার, কেমন আছো তুমি?
ছটফট করা মন বলছে তুমি আমায় ডাকছো!
নদী নদী নদী নদী…
যেদিন তোমার মুখ থেকে প্রথম শুনলাম
তুমি আমার অপেক্ষায় থাকো সারাটি ক্ষণ,
সেদিন খুব একচোট হেসেছিলাম।
এমন কী কখনো হয়! হতে পারে?
কখনো চোখের সামনে এলে না,
কোনদিন শুনতে পাইনি তোমার কন্ঠ,
ছুঁয়ে দেখা হয়নি তোমার ওষ্ঠে ল্যাপ্টে থাকা হাসির বিন্দু গুলো!
অথচ কতো দৃঢ়তা নিয়ে
মাপা-মাপা শব্দ জুড়ে
এক মূহুর্তে জানিয়েছিলে আবদ্ধ অনুভূতি!
ছন্দে তুমি মাতাল হও
রঙে হয়ে উঠো আরও রঙ্গিন,
অ-কবিতায় তুমি কেঁপে উঠো রণাঙ্গনের বিজেতা কোন সৈনিকের মতোই!
এমনই এক বর্ষা-রাতে লিখেছিলে
খোলা আকাশ যতখানি তোমার ততোটুকু আমারও!
সেই থেকে এই আমি
নিজের কাছে নিজ-মনেই হারিয়ে গেছি অকূল-আকুলতায়।
একটা অসীম আকাশ
একটা গহীন নদী
একটা তুমি আর এই আমি;
জাদুউউ তুমি কি জানো?
আমি, এই আমি অপেক্ষায় আছি,
এক নদী অপেক্ষার ঢেউ বয়ে যায় বুকের গহীনে
ক্ষণে-ক্ষণে আক্ষেপে, অঝোর ধারায় কেঁদে উঠে আমাদের নীলাকাশ।
যদি সামনে আসো
যদি ভালোবেসে শুনতে চাও কখনো না বলা জবাব,
জেনে রাখো
ভালোবেসেছি আমিও, ঠিক তোমারই মতন;
এই ভীষণ বরষায় প্রতিদিন প্রতিক্ষণে অপেক্ষা করছি শুধু তোমার…
ফাগুন, ভালো থেকো জাদুজান।
*তোমার-ই নদী*
* ছবি -আমার 🙂
৩৫টি মন্তব্য
ফয়জুল মহী
বরষায় দিনের রোমান্টিক চিঠি । ভালো থাকুক সবাই।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
জাদুকে নিয়ে এত সুন্দর ভাবনা।
মুগ্ধতা একরাশ দিদি।
নদীর বুকে কানপেতে রাখলে অজস্র বেদনার কান্না শুনতেও পাওয়া যায়।
সাবিনা ইয়াসমিন
ঠিক তাই। নদীতে হাসি/ কান্না/ প্রেম/ সবই তার স্রোতের সাথে থাকে। অনুভব করতে হয়।
সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ প্রদীপ।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বাপরে এ দেখি পুরোই প্রেমে ডগমগ। সম্বোধন টা দারুন।জাদুউউ তুমি কম্নে? চমৎকার প্রকাশ। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো 🌹🌹
সাবিনা ইয়াসমিন
হাহাহা, প্রেমের চিঠিতে প্রেম একটু-আধটু থাকলে কি ভালো দেখায়! পুরোটা রেখেছি বলেইতো এটা রোমান্টিক উপমা পেলো 😉
ফাগুন থাকে নদীর আশেপাশেই, কিন্তু সে ভীষণ ঘুমকাতুরে। ফাল্গুন, চৈত্র ছাড়া তার ঘুম ভাঙতেই চায় না। তাই নদী তাকে এভাবে ডাকে। হাওয়া- হাওয়ায় নদীর সেই ডাক পৌঁছে যায়… জাদুউউ।
সুন্দর মন্তব্যের জন্যে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন, শুভ কামনা ❤❤
সুরাইয়া পারভীন
অপেক্ষা তো নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো
অপেক্ষা সবার জন্য করা যায়। যে মানুষটা পাগলের মত ভালোবাসে অপেক্ষা তার জন্য যথার্থ যোগ্য শব্দ নয়, হতেও পারে না।
তাই বরং অপেক্ষা নয় প্রতীক্ষা করুন প্রিয়জনের জন্য। প্রতীক্ষা কেবল তারই জন্য যোগ্য যাকে অকপটে ভালোবাসি বলা যায়।
চমৎকার এবং মন ভালো করে দেবার মতো একখান চিঠি ❤️❤️❤️
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এখন থেকে আক্ষেপ-অপেক্ষা নয়। প্রতিক্ষায় থাকবো আর প্রতিজ্ঞা করবো, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিবো আমার শাড়িতে.. 🤪🤪
সুরাইয়া পারভীন
এমনি যে আগুন জ্বলছে হৃদয়ে
জ্বলে পুড়ে ছারখার হচ্ছে মন
নতুন করে শাড়িতে আগুন দিয়ে
আর কি হবে হুম 🙈🙈
আলমগীর সরকার লিটন
চমৎকার শ্রাবণদিনের শুভেচ্ছা রইল কবি দিদি
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
জাদুউউ তুমি কি জানো?
আমি, এই আমি অপেক্ষায় আছি,
এক নদী অপেক্ষার ঢেউ বয়ে যায় বুকের গহীনে
ক্ষণে-ক্ষণে আক্ষেপে, অঝোর ধারায় কেঁদে উঠে আমাদের নীলাকাশ।
প্রেম করতে ইচ্ছে করছে পড়ার পর।।।।।।সো নাইচ।।।।
সাবিনা ইয়াসমিন
তাই নাকি!! তাহলে আর দেরি কেন! ঝটপট প্রেমে পরুন আর চিঠি লিখে জায়গামতো পৌছানোর আগে আমাদের দেখিয়ে দিন 😀😀
ধন্যবাদ রোকসানা,
ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগের দারুণ প্রকাশ — জেনে রাখো
ভালোবেসেছি আমিও, ঠিক তোমারই মতন;
এই ভীষণ বরষায় প্রতিদিন প্রতিক্ষণে অপেক্ষা করছি শুধু তোমার…
— ভালো থাকবেন। শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
আপনিও ভালো থাকুন ভাইজান,
শুভ কামনা এবং ধন্যবাদ 🌹🌹
খাদিজাতুল কুবরা
অসাধারণ চিঠি।
মন ছুঁয়ে গেছে।
“যদি সামনে আসো,
ভালোবেসে শুনতে চাও না বলা জবাব “
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সব সময়, শুভ কামনা 🌹🌹
পর্তুলিকা
ভালোবাসা যদি এমন হয় তবে আমি বারবার ভালোবাসতে চাই। আপনার জাদুজান দেখছি দারুণ মানুষ। নিজের আকাশটা কতো দারুণ করে আপনার সাথে ভাগ করে নিলো। এমন একটা জাদু আমারো লাগবে 😇
সাবিনা ইয়াসমিন
নিজের সব কিছু সমান ভাগে ভাগ করতে পেরেছে বলেই সে নদীর জাদুজান হয়েছে। আমার না 🙂
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন মিষ্টি আপু, পড়ে মুগ্ধ হলাম।
“মনে রাখো
ভালোবেসেছি আমিও, ঠিক তোমারই মতন;
এই ভীষণ বরষায় প্রতিদিন প্রতিক্ষণে অপেক্ষা করছি শুধু তোমার…!
অনেক ভালো লাগছে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ আলিফ।
ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
ফাগুন-জাদু আর নদী তো বেশ টাইট অবস্থায় আছে দেখতে পাচ্ছি,
ভালুবাসা যেনু গড়িয়ে-জড়িয়ে যাচ্ছে অক্লান্ত ভাবে, প্রকৃতির মত নিমগ্নতা নিয়ে।
দেখি ফাগুন-জাদু কতটুকু ফাল দিয়ে ওঠে এই চিডি দেইখ্যা!!
সাবিনা ইয়াসমিন
আমিও দেখার অপেক্ষায় আছি। তবে নাম তার ফাগুন, বসন্তের আগে মনে হয়না তার রঙ দেখা যাবে 🙂
সুপায়ন বড়ুয়া
ফাগুন আর নদী ,
তাদের সাথে প্রেম পীরিতি থাকুক নীরবদি
চিঠির ভাষায় কলম আঁকে
কল্পনাতে বিশাল আকাশ নদী
ভাল লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ফাগুন আর নদীর ভালোবাসা ঐশ্বরিক। ঈশ্বর প্রদত্ব প্রেমে যুগে যুগে তারা অমর হয়ে থাকবে।
সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, শুভ কামনা অবিরত 🌹🌹
নিতাই বাবু
কবির কবিতার ভাষায় নদীর লেখা কিন্তু দারুণ হয়েছে। ফাগুন চিঠি হাতে পেয়ে অঝোরে কাঁদতে থাকবে বলে মনে হয়। কাঁদুক! ভালোবাসার জ্বালা যে কী, তা বুঝুক।
কবির জন্য শুভকামনা থাকলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এখন করোনার জন্য সবাই গৃহবন্দী। আপনার যাদুউউ কিন্তু অপেক্ষায় আছে কবে করোনা শেষ হবে আর আপনার সামনে আসবে, বলবে নিজের মনের অব্যক্ত কথাগুলো।
ভালো থাকুন আপু। শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
তাই যেন হয়,
দূর হোক করোনার ভয় 🙂
ধন্যবাদ তৌহিদ ভাই, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
নদীময় কাব্য। কুলু কুলু ধ্বনিতে পাখা মেলুক।
ভালো লাগলো চিঠি
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ আপনাকে,
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
ওরে চিঠিরে, চিঠির প্রতিটি শব্দে তো হৃদয়ের আকুলতা বৃস্টি হয়ে ঝরছে।
এমন চিঠিতে ফাগুন-জাদু আকুল হয়ে ছুটে আসবে নদীর দিকে আত্মাহুতি দিতে 🙂
এমন আবেগ কই পান বলুন তো,
আমিও একটু টেরাই করতাম তাইলে এমন চিঠি লেখার।
লেখার সাথে শান্ত ( অপেক্ষমান ) নদীর ছবিটি সুন্দর মানিয়েছে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মাঝে মাঝে এসব আবেগ কিভাবে হাজির হয় এটা আমার কাছেও রহস্যময়। দেখি, জানতে পারলে জানাবো 🙂
শুভ কামনা 🌹🌹
আকবর হোসেন রবিন
ছবিটা খুব সুন্দর। সাথে মাতাল করে দেওয়ার মতো চিঠি। ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ রবিন।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹