প্রাপক-জাদুজান

সাবিনা ইয়াসমিন ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০২:৩৫:২৩পূর্বাহ্ন চিঠি ৩৫ মন্তব্য

ফাগুন,

জাদু আমার, কেমন আছো তুমি?
ছটফট করা মন বলছে তুমি আমায় ডাকছো!
নদী নদী নদী নদী…

যেদিন তোমার মুখ থেকে প্রথম শুনলাম
তুমি আমার অপেক্ষায় থাকো সারাটি ক্ষণ,
সেদিন খুব একচোট হেসেছিলাম।

এমন কী কখনো হয়! হতে পারে?
কখনো চোখের সামনে এলে না,
কোনদিন শুনতে পাইনি তোমার কন্ঠ,
ছুঁয়ে দেখা হয়নি তোমার ওষ্ঠে ল্যাপ্টে থাকা হাসির বিন্দু গুলো!

অথচ কতো দৃঢ়তা নিয়ে
মাপা-মাপা শব্দ জুড়ে
এক মূহুর্তে জানিয়েছিলে আবদ্ধ অনুভূতি!

ছন্দে তুমি মাতাল হও
রঙে হয়ে উঠো আরও রঙ্গিন,
অ-কবিতায় তুমি কেঁপে উঠো রণাঙ্গনের বিজেতা কোন সৈনিকের মতোই!

এমনই এক বর্ষা-রাতে লিখেছিলে
খোলা আকাশ যতখানি তোমার ততোটুকু আমারও!
সেই থেকে এই আমি
নিজের কাছে নিজ-মনেই হারিয়ে গেছি অকূল-আকুলতায়।

একটা অসীম আকাশ
একটা গহীন নদী
একটা তুমি আর এই আমি;

জাদুউউ তুমি কি জানো?
আমি, এই আমি অপেক্ষায় আছি,
এক নদী অপেক্ষার ঢেউ বয়ে যায় বুকের গহীনে
ক্ষণে-ক্ষণে আক্ষেপে, অঝোর ধারায় কেঁদে উঠে আমাদের নীলাকাশ।

যদি সামনে আসো
যদি ভালোবেসে শুনতে চাও কখনো না বলা জবাব,

জেনে রাখো
ভালোবেসেছি আমিও, ঠিক তোমারই মতন;
এই ভীষণ বরষায় প্রতিদিন প্রতিক্ষণে অপেক্ষা করছি শুধু তোমার…

ফাগুন, ভালো থেকো জাদুজান।
*তোমার-ই নদী*

 

 

* ছবি -আমার 🙂

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ