প্রান

মনির হোসেন মমি ২৪ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ০৯:১১:২১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

নদীতে নেই জলের প্রবাহ

হাটু জলেই খেলা করে ডানপিটেরা

যোগাযোগ বিয়োগে দিক হারা জনতা

সেচের উষ্ণতায় কৃষকের বুক ফেটে যায়।

চড় জাগানিয়া লড়াই মুঠো করিবার জমিন

নদীর যৌবনে শূষ্কতার ঘণঘটা

হঠাৎ জলের বন্যায় দূর্ভিক্ষের আর্বিভাব

নিস্তার নেই কর্মসূচীতে অথচ বিষয়াদি শূণ্যে।

শ্রবনে জানি জল নিয়ে রাজনিতীর নোংরামী

জীবনের আরেক নাম পানি শুধু ঐ পাড়ে বসবাস

এ পাড়ে তোমার আমার বাংলার সর্বনাশ

দ্বিতীয় জীবনের নেই ভরসার নেতা নেই স্বাধীনতা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress