প্রাণ প্রিয় শহর !

সুপায়ন বড়ুয়া ৯ মে ২০২০, শনিবার, ০৪:২৪:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

আমার চেনা শহর বড়ই অচেনা ঠেঁকে একবিংশ শতাব্দীর অবিশ্বস্ত করোনায়।
নি:শব্দ অবচেতন মনে হারিয়ে যায় কোন গহীন কোণে।
রাজপথের হাহাকার শুন্য হৃদয়ে ভারী হয় নি:শ্বাস।
বিষন্নতায় ভরে উঠে মন,
খুঁজে ফিরি প্রাণ চঞ্চল রাত জাগা শহরে।
সারি সারি বাড়ি সব কবরের নিস্তব্দতায় সভ্যতাকে ব্যঙ্গ করে
রাত জাগা নিয়ন সাইনের আলো জৌলুসহীন শহরে প্রাণ খুঁজে বিপন্ন নগরে।
অলি গলি পরিনত হয় প্রাণ হীন ভুতুরে ভারি
এবড়ো থেবড়ো পড়ে থাকা বেওয়ারিশ লাশ গুলি পাহাড়া বসায় বেজন্মা কুকুরের দল।
ওদের স্বর বেঘোরে প্রাণ হারায় ক্ষুধার যন্ত্রণায়।
সিটি কর্পোরেশনের লাশ টানা গাড়ি গুলো নি:শব্দে পড়ে থাকা লাশ খুঁজে বেড়ায় টর্চ লাইটের আলোয়। ৭১র শকুন নামে আজবিধ্বস্ত নগরে
ব্যবচ্ছেদ ঘটায় আমার প্রাণপ্রিয় শহরে।
আমি আজও স্বপ্ন দেখি পূর্নিমার চাঁদ উঠুক আলো ঝলমলে তারায়।
পূবআকাশে উদীয়মান সূর্যের আলোয় জাগুক প্রানের স্পন্দন
পাখির কলকাকলিতে মুখরিত হোক বনাঞ্চল
কচি কাঁচার মেলায় আলোকিত হোক শিক্ষাঙ্গন।
শ্রমিকের পদচারণায় ফিরে পাক কারখানার প্রাণ
উৎপাদনের চাকা সচল হোক মরছে পড়া কলে
হাসির ফোয়ারা ঝড়ুক আবার মুঠে মজুরের ঘরে
উদ্ভাষিত হোক জনপদ আমার প্রাণপ্রিয় শহরে।

ছবি নেট থেকে

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ