
আমার চেনা শহর বড়ই অচেনা ঠেঁকে একবিংশ শতাব্দীর অবিশ্বস্ত করোনায়।
নি:শব্দ অবচেতন মনে হারিয়ে যায় কোন গহীন কোণে।
রাজপথের হাহাকার শুন্য হৃদয়ে ভারী হয় নি:শ্বাস।
বিষন্নতায় ভরে উঠে মন,
খুঁজে ফিরি প্রাণ চঞ্চল রাত জাগা শহরে।
সারি সারি বাড়ি সব কবরের নিস্তব্দতায় সভ্যতাকে ব্যঙ্গ করে
রাত জাগা নিয়ন সাইনের আলো জৌলুসহীন শহরে প্রাণ খুঁজে বিপন্ন নগরে।
অলি গলি পরিনত হয় প্রাণ হীন ভুতুরে ভারি
এবড়ো থেবড়ো পড়ে থাকা বেওয়ারিশ লাশ গুলি পাহাড়া বসায় বেজন্মা কুকুরের দল।
ওদের স্বর বেঘোরে প্রাণ হারায় ক্ষুধার যন্ত্রণায়।
সিটি কর্পোরেশনের লাশ টানা গাড়ি গুলো নি:শব্দে পড়ে থাকা লাশ খুঁজে বেড়ায় টর্চ লাইটের আলোয়। ৭১র শকুন নামে আজবিধ্বস্ত নগরে
ব্যবচ্ছেদ ঘটায় আমার প্রাণপ্রিয় শহরে।
আমি আজও স্বপ্ন দেখি পূর্নিমার চাঁদ উঠুক আলো ঝলমলে তারায়।
পূবআকাশে উদীয়মান সূর্যের আলোয় জাগুক প্রানের স্পন্দন
পাখির কলকাকলিতে মুখরিত হোক বনাঞ্চল
কচি কাঁচার মেলায় আলোকিত হোক শিক্ষাঙ্গন।
শ্রমিকের পদচারণায় ফিরে পাক কারখানার প্রাণ
উৎপাদনের চাকা সচল হোক মরছে পড়া কলে
হাসির ফোয়ারা ঝড়ুক আবার মুঠে মজুরের ঘরে
উদ্ভাষিত হোক জনপদ আমার প্রাণপ্রিয় শহরে।
ছবি নেট থেকে
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দাদা সেইদিনের অপেক্ষায় আছি-কবে শহরটা আলোকিত হবে, লোকারন্য হবে, আড্ডা দিব। খুব ভালো লাগলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
আবার আসবে ফিরে প্রাণ
এই বাংলায়
আজও মোরা বসে আছি
তারি প্রতীক্ষায়।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
প্রাণ ফিরে আসুক প্রাণের প্রিয় শহরে সে কামনা আমাদের সবার,
সব বাঁধা পেরিয়ে শান্তির সুবাতাস বয়ে যাক এ আশা আমাদের সবার।
সুপায়ন বড়ুয়া
প্রাণ ফিরে আসবেই
প্রিয় শহরে
আবার জমবে মেলা
বাংলার ঘরে।
শুভ কামনা ভাইজান।
ফয়জুল মহী
অনন্য অপূর্ব শব্দ বুনন । লেখা পড়ে বিমোহিত হলাম।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
কৃতজ্ঞতা জানাই।
শুভ কামনা।
কামাল উদ্দিন
অচেনা শহরে কবে আবার প্রাণ চাঞ্চল্য ফিরবে কে জানে, আমরা অপেক্ষায় আছি……শুভ রাত্রী দাদা।
সুপায়ন বড়ুয়া
আবার আসবে ফিরে প্রাণ
গেয়ে যাব জীবনের জয়গান।
শুভ রাত্রি। ভাল থাকবেন।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময়।
প্রদীপ চক্রবর্তী
অপেক্ষার প্রহর গুনি এ শহর আবার আপন আলয়ে ফিরে আসুক।
শুভকামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
ফিরে আসতেই হবে এই বাংলায়
আমরা আছি তারি প্রতিক্ষায়
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অপেক্ষার প্রহর গুনি এই শহরে কবে আবার প্রাণ চাঞ্চল্য ফিরবে।
সুপায়ন বড়ুয়া
আবার আসবে ফিরে প্রাণ
গেয়ে যাই জীবনের জয়গান।
শুভ কামনা।
তৌহিদ
প্রিয় শহরে প্রাণ ফিরে আসুক। একাত্তরের শকুনেরা নিপাত যাক। সুন্দর একটি দেশ চাই। নির্মল বসবাসযোগ্য হোক পৃথিবী।
শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
প্রাণ ফিরে আসবেই
প্রিয় মাতৃভূমিতে। আবার সজীব সচল হবে
সুদিনের প্রতীক্ষায়। শুভ কামনা।
হালিম নজরুল
রাত জাগা নিয়ন সাইনের আলো জৌলুসহীন শহরে প্রাণ খুঁজে বিপন্ন নগরে।
——-আহ কি অনুভূতি!
সুপায়ন বড়ুয়া
বাস্তবতা অস্বীকার করি কেমনে বন্ধু।
শুভ কামনা।
নীরা সাদীয়া
“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।”
সুপায়ন বড়ুয়া
আবার জমবে মেলা
বটতলা হাটখোলা।
সেদিনের অপেক্ষায় আপু
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
একদিন সবই ঠিক হয়ে স্বাভাবিক হয়ে যাবে,
প্রাণ ফিরে পাবে আমাদের প্রিয় শহর।
ভালো লিখেছেন দাদা,
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
প্রাণ ফিরে আসবেই
প্রিয় মাতৃভূমিতে। আবার সজীব সচল হবে
সুদিনের প্রতীক্ষায়।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনায়।