
আনন্দ-তৃষিতা নিয়ে পা-ফেলি এদিক ওদিক,
এখানে-ওখানে-সেখানে, বিক্ষিপ্ত ভাবে;
বুঁদ হয়ে ডুবে থেকে, পাতা-ঝারাদের রেশমি শব্দের গান
একটু যদি ভেসে আসে; সময়ের ধুলো-স্রোত আঙিনায়;
লক্ষ্যচ্যুত লক্ষ্য-শূন্য অবিশ্রান্ত ডামাডোলে আঁটকে থাকে নিঃশ্বাস;
প্রাণান্তকর হাঁসফাঁস, নুয়ে পড়ে;
দীর্ঘ থেকে দীর্ঘতম অপেক্ষা, একটি অত্যুজ্জ্বল ঋতু, ক্ষিপ্রতায় জ্বলজ্বলে,
আহ্লাদিত হাস্যোজ্জ্বল জলবালিকারা ইচ্ছের কালো কালো পোশাক-আশাকে
আজ ম্রিয়মাণ, কেলো-ভূতের মত; চিরায়ত পর্যটকেরা পালিয়েছে নিঃশব্দের মিছিলে;
যতই চেঁচিয়ে বলি, ওহে পর্যটক একটু দাঁড়াও, কাহিনীটি একটু শোনাও,
নিভে গিয়ে সুনসান হবে এখুনি, জানি;
কতশত ষড় ঋতু এলো-গেলো, ঝুলে থাকা বসন্ত-হাসি এখন ও
হাসি-হাসি হয়েই রয়ে গেল, ডুবে থাকা টইটুম্বুর পুকুর-নিঃসঙ্গতা ও;
শুভ্রতার দরজায় ইতস্তত কড়া নাড়ি, নিষিদ্ধ সুগন্ধের গান
যদি এইবার একবার একটু শুনতে পাই, এই নিষ্ঠুর আগস্টে;
ছবি নেটের।
১২টি মন্তব্য
আরজু মুক্তা
আর একবার পড়ে কমেন্ট করবো।
ছাইরাছ হেলাল
জ্বি, আচ্ছা।
আরজু মুক্তা
শরৎ পাতা ঝরা হলেও দেখবেন পাতাগুলো নানান রূপ ধারণ করে। প্রাণ ভ্রমরার সুরক্ষার জন্য জানালার কপাট লেগে আছি। কিন্তু ভ্রমটাকে রোখা যাচ্ছে না। আর অপেক্ষার অবসান হবে। সুগন্ধি ছড়িয়ে হাসবে প্রকৃতি আমাদের নিয়ে।
শুভ সকাল
ছাইরাছ হেলাল
সব সতর্কতা সত্ত্বেও বিভ্রম রোখা দায়,
তবুও অপেক্ষার সাথেই লেগে থাকি সুগন্ধি দিনের অপেক্ষায়।
শুভেচ্ছা।
হালিমা আক্তার
আনন্দের তৃষ্ণা আছে বলেই ঝরা পাতার গান শোনা যায়। অপেক্ষার প্রহর ভেঙ্গে কেউ শোনায় না আশার বাণী। নিঃশ্বাসের আসা যাওয়ার মাঝে দিন চলতে থাকে। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
আক্ষেপ আর অপেক্ষাই আমাদের নিত্য সঙ্গী সময়ের পথে পথে।
ভাল থাকবেন।
বন্যা লিপি
এই রণশব্দের নীচে জ্বলে থাকা গল্পে আড়াল রয়নি কিছুই…. এই সময়ের দিকচক্র তবু ধরা পরে শত নতুন/ পুরাতন যত অক্ষরের পোষাকে…..
পড়তে পড়তে বুঝে যাই কেথায় কোন প্রেক্ষাপটের ইশারা……
আপনার খেতাব আপনি বহাল রেখে চলেন নিত্য আপনারই মত।
ছাইরাছ হেলাল
আসলে এটি এই সিরিজের শেষ লেখা, আগের দুটি নিয়ে।
বর্তমানের নানান টানাপোড়েন নিয়ে ভাবতে ভাবতে আশাবাদী হয়ে অপেক্ষার প্রহর গোনা।
এ এমন কিছু না।
পড়ে মন্তব্য করার জন্য শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
আনন্দ তৃষ্ণা নিয়ে জীবন বহমান তানা হলে একঘেয়েমি তে পূর্ণ হতো জীবন। হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি মিলবেই সেই অপেক্ষায় রইলাম। আশা আছে বলেই বেঁচে আছি। ঝরা পাতার মাঝেও আমি সৌন্দর্য খুঁজে পাই যা অনবদ্য। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এই অনবদ্যতা আমাদের সবার মাঝে ফুটে উঠুক এ আমাদের আরাধ্য।
শুভেচ্ছা আপনাকে।
সাবিনা ইয়াসমিন
ঋতু বদলের ঋতু আসুক বারংবার
পথিক আঁকড়ে রাখুক পথ-পারিযায়ীর সুখ..
প্রতিক্ষায় অবসান ফুরাবে, ঋতু এই-বলে 🙂
ছাইরাছ হেলাল
আমারাও উৎসুক আনন্দ সরোবরের ঋতু উৎসবের।
পরিযায়ী স্বপ্ন সুখ আসুক ঋতুর হাতে হাত ধরে।
ভাল থাকুন।