প্রাণভোমরা

তৌহিদুল ইসলাম ১১ জানুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩০:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

আমার কবিতা লেখার ডায়েরিটা পড়ে আছে টেবিলের উপর,
দীর্ঘদিনের অযন্তে অবহেলায় ধূলো জমেছে তার নরম মলাটে।
একের পর এক পাতা উল্টাই আনমনে,
বুঝি- ছন্নছাড়া স্পষ্ট অনুভবে আজ কর্তৃত্বহীন যে আমিও!

মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার!
যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি?
সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা;
আমি জানি, যা লিখেছি সেসবই কেবল কাব্যপ্রেমের ব্যবচ্ছিন্নতা।

তারা বলে- আমার খন্ড কবিতায় নাকি নিগূঢ় প্রেম নেই!
থাকবেই বা কি করে?
অস্পর্শনীয় প্রেমবন্দনা লিখিয়েতো আমি নই!
খেয়ালে-বেখেয়ালে ডায়েরিতে একটি করে লাইন লিখেছি
আর একটি করে অভিমান সেখানে সংযোজিত হয়েছে মাত্র।

যে আমার রূপান্তর জন্ম-জন্মান্তরকে একসাথে গেঁথেছে,
নিজের নীল মলাটে জীবনের সমস্ত সুখ-দুঃখকে করেছে বিভাজিত;
তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ