
আমার কবিতা লেখার ডায়েরিটা পড়ে আছে টেবিলের উপর,
দীর্ঘদিনের অযন্তে অবহেলায় ধূলো জমেছে তার নরম মলাটে।
একের পর এক পাতা উল্টাই আনমনে,
বুঝি- ছন্নছাড়া স্পষ্ট অনুভবে আজ কর্তৃত্বহীন যে আমিও!
মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার!
যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি?
সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা;
আমি জানি, যা লিখেছি সেসবই কেবল কাব্যপ্রেমের ব্যবচ্ছিন্নতা।
তারা বলে- আমার খন্ড কবিতায় নাকি নিগূঢ় প্রেম নেই!
থাকবেই বা কি করে?
অস্পর্শনীয় প্রেমবন্দনা লিখিয়েতো আমি নই!
খেয়ালে-বেখেয়ালে ডায়েরিতে একটি করে লাইন লিখেছি
আর একটি করে অভিমান সেখানে সংযোজিত হয়েছে মাত্র।
যে আমার রূপান্তর জন্ম-জন্মান্তরকে একসাথে গেঁথেছে,
নিজের নীল মলাটে জীবনের সমস্ত সুখ-দুঃখকে করেছে বিভাজিত;
তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা।
৩৬টি মন্তব্য
আকবর হোসেন রবিন
কবিতা লেখার ডায়েরি (প্রাণভোমরা) নিয়ে লেখাটাও কবিতার মতো করে বলে ফেললেন। ভালো লাগলো।
তৌহিদ
এখন আর কবিতা লেখা হয় না ভাই। সেই আফসোস থেকেই লেখা। ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
কিছু শব্দচয়নে হুচট খেয়েছি!
তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা।
ভালো লেখনী দাদা।
তৌহিদ
শব্দ ভেসে বেড়ায় নীল ডাইরির পাতায় পাতায়, প্রতিটি লাইনে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
সুপায়ন বড়ুয়া
“তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা। “
অসাধারন !
প্রাণ ভোমরাই প্রেরণা জোগাবে
আগামীর পথ চলা
শুভ কামনা।
তৌহিদ
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ দাদা। কবিতাই প্রেরণা, তবে কবিতা খুব একটা লিখিনা আমি। ভালো থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
বাহ! কবিতা লেখা ডায়েরীর নাম প্রান ভোমরা! দারুন নামকরণ।
কবিতার মাঝেই আপনার প্রাণ,
যে যাই বলুক, আপনি প্রেমের কবিতা লিখতে পারেন ভালই।
প্রান ভোমরা থেকে কিছু ভোমরা সোনেলায় দিয়েন 🙂
শুভ কামনা
তৌহিদ
ইদানিং কবিতা লিখতে ভালো লাগছে। আর প্রেমের কবিতা? সেটা যখন আবেগ আসে তখনই লিখে ফেলি। সোনেলায় সে তো অবশ্যই দিব। আর যাবার জায়গা কই? ভালো থাকবেন ভাই
সাবিনা ইয়াসমিন
খেয়ালে বেখায়ালে লেখা লাইন গুলো অভিমানের দেয়াল ভেঙে দিয়েছে,
কবিতার অক্ষরে উড়ে বেড়াতে দেখছি আপনার মনের
কথা গুলো। ভাগ্যিস আজ ডায়েরিটা হাতে নিয়েছেন, নয়তো এত দারুণ কবিতা আমরা কই পেতাম?
আরও লিখুন তৌহিদ ভাই,
প্রান ভোমরা পুরোটা খুলে দেখান আমাদের।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কলেজ ইউনিভার্সিটি’তে থাকতে কবিতা লিখতাম। সেই ডায়েরি একসময় পুড়িয়ে ফেলেছি। এখন আর কবিতা সেভাবে আসে না। তবুও মাঝে মধ্যে লিখতে ইচ্ছে করে খুব। কি যে লিখি তা আপনারাই বলবেন। মন্তব্যে অনেক ভালোলাগা।
ভালো থাকবেন সাবিনা আপু।
সঞ্জয় মালাকার
তোমাতে আমার স্পর্শতা অনুভব করেছি যার প্রতিটি পাতায়-
কবিতা লেখার সেই ডায়েরির নামই আমি দিয়েছিলাম প্রাণভোমরা।
অসাধারণ লেখা দাদা।
শুভ কামনা জানাবেন ধন্যবাদ।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন দাদা সবসময়। শুভ কামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
মনের কোনে জমে থাকা স্মৃতিরা উগরে ওঠে আমার!
যা লিখেছিলাম তার সবই কি ঠিক লিখেছি?
সত্য মিথ্যের দ্বন্দ্বে আমি ছিলাম দিশেহারা;
আমি জানি, যা লিখেছি সেসবই কেবল কাব্যপ্রেমের ব্যবচ্ছিন্নতা।
স্মৃতিরা এমনি। কখনো না কখনো ঠিকই উগড়ে দেবে আমাদের। আপনার প্রাণভোমরা চমৎকার হয়েছে
তৌহিদ
বাহ সুন্দর বললেন আপু! মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকবেন সব সময়।
পর্তুলিকা
ওয়াও, ডায়েরি নিয়ে সুন্দর কবিতা। প্রান ভোমরা নামটা দারুন।
তৌহিদ
ভালো থাকবেন আপু। শুভ কামনা সব সময়।
পর্তুলিকা
আপনি আমাকে ভাপু ডাকেন। কিন্তু আপু না প্লিজ। ভাই+আপু- ভাপু
তৌহিদ
তাহলে পর্তুলিকা বলেই ডাকবো ☺
ছাইরাছ হেলাল
যাক, লুকিয়ে/চুড়িয়ে রাখা প্রাণ-ভোমড়া আমাদের দেখালেন!
কী মহান সে উদ্দেশ্য আমরা জানি না, জানতে চাই না।
এখন জান/পিঠ বাঁচিয়ে একটু একটু করে উল্টাতে থাকেন!
দেখি ধুয়ো কোন দিক থেকে কোন দিকে যায়!
তৌহিদ
মহারাজ লুকিয়ে লুকিয়ে এখনো পুরনো কবিতার ডায়েরি দেখি। আহা এখন যদি সেভাবে লিখতে পারতাম!
ছাইরাছ হেলাল
লুকিয়ে-ই দেখতে হবে! জান বাঁচানো ফরজ!
এতই যখন লুকোলুকি! তা দু’একটি আড়ালে-আবডালে ঢেলে/ছুড়ে দিলে মন্দ হবে না।
তৌহিদ
আহা! সে পরশ! ভোলা কি যায়?
নিতাই বাবু
একান্ত অনুভূতিতে কবিতার ছলে মনের কথাগুলো খুবই সুন্দরভাবে প্রকাশ করে ফেলেছেন শ্রদ্ধেয় দাদা। তো এখন থেকে অবহেলিত সেই ডায়েরিটার দিকে একটু নজর দিবেন বলে আশা রাখি।
তৌহিদ
এখন আর কবিতা লেখা হয় না দাদা। ব্যস্ততা অনেক দূরে সরে নিয়ে গেছে কবিতা থেকে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন দাদা।
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । মননশীল । ভালো থাকুন। বেশ মনে লাগলো ।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন সবসময়।
শবনম মোস্তারী
“প্রাণ ভোমরা”…বেশ নাম।
আরো লিখুন “প্রাণ ভোমরা”…. তে।
তৌহিদ
আমার প্রাণভোমরাকে দেখেশুনে রাখছেন তো আপনি। ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। ভালো থাকবেন।
নাজমুল হুদা
খেয়ালে-বেখেয়ালে ডায়েরিতে একটি করে লাইন লিখেছি
আর একটি করে অভিমান সেখানে সংযোজিত হয়েছে মাত্র।
এখন প্রাণভোমরাটা অন্যের বাগানে ইচ্ছে মতো উড়ছে। উড়তে পারাও যেন এক ধরণের কবিতা।
তৌহিদ
বাহ! সুন্দর বললেন তো নাজমুল! মন্তব্যে অনেক ভালোলাগা ভাই।
মনির হোসেন মমি
প্রান ভোমরা
কবিরা কী দিয়ে কি বুঝায় কে জানে।
তবে অবাক করা শব্দ বাক্য আমাকে মুগ্ধ করল…
যে আমার রূপান্তর জন্ম-জন্মান্তরকে একসাথে গেঁথেছে,
নিজের নীল মলাটে জীবনের সমস্ত সুখ-দুঃখকে করেছে বিভাজিত;
তৌহিদ
প্রাণ ভোমরা – যার মধ্যেই লুকিয়ে আছে সকল আবেগ, ভালোবাসা। তা সে যতই পুরোনো হোক ভালোবাসা কি পুরোনো হয়?
ভালো থাকবেন ভাই।
নিরব সাগর
অস্পর্শনীয় প্রেমবন্দনা লিখিয়েতো আমি নই!
লিখিয়েতো শব্দটা আমি বুঝিনি প্রিয় ।
ভালো লেখেছেন।
তৌহিদ
যিনি লেখেন তিনি লিখিয়ে ☺
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়।