প্রাণারণ্যের ডিমের ঝালফ্রাই

ছাইরাছ হেলাল ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৭:৪৮:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

এই মেলার মানবস্রোতসমুদ্দুরে হারিয়ে যেতে যেতে কত কী দেখা না-দেখা,পাওয়া না-পাওয়া, বহুকালের পুরনো সুহৃদকে বুকে জড়িয়ে ধরা যত্নে-স্নেহে-ভালোবেসে, নূতনদের আবার আরও একবার কাছে থেকে দেখা, কাছে পাওয়া, সুখ সুখ কথা বলা, জনম জনমের ভাগ্যে থাকা আনন্দের মুঠোভর্তি চঞ্চলতা, এ অনেক অনেক বেশি বেশি থেকেও বেশি পাওয়া, সদাচঞ্চল অবিশ্রান্ত উচ্ছলতার মহানন্দে প্রাণারণ্যের ডিমের ঝালফ্রাই!!

স্টল নম্বর গুলিয়ে ফেলে খুঁজে খুঁজে হয়রান, কোন রকম পৌঁছে যাই আছড়ে-পাছড়ে হাতড়ে-হুতড়ে লাইনে লাইনে দাঁড়িয়ে একাধিক প্রকাশনীতে সাথে আকামা কুবি নাছির সারওয়ার। যে নামই জিজ্ঞেস করি ভাঙ্গা রেকর্ড বেজে ওঠে ‘ওটা নেই, ছিল, আসবে আবারও’, বিকট তবে বিরল নয় এই ঘ্যানর ঘ্যানর, ভারী বোঝায় টনটনে কাঁধ, ট্যাঁকের নিখুঁত এ্যালার্ম, তাও সামনে এগোই, কুবি সাব টের পেয়ে পাশে দাঁড়ান।

দেখা হয় না,
বই নেয়া হয় না,
ছুঁয়ে- ছুঁয়ে না ছোঁয়ায়
প্রাণহৃদয়ের হাসিমুখ
সেলফি হয় না,
বই মেলায় যাওয়াই হলো না;
তবে যাবো আবারও
আক্ষরিক কোন একদিনে;

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ