প্রাচীনকাল থেকে এখন

নাজমুল হুদা ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:৪৬:০৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

প্রাচীন খেলার অংশ আমরা ধরে নিবো
সরলরেখার দুই প্রান্তে দুটো বিন্দু হবো
পিপাসিত বাসনার দৃষ্টি তোমার
অন্যপ্রান্তে- বিন্দু তোমার নিরাপদ খেলনা।

বিন্দু থেকে প্রতিনিয়ত তোমার দিকে
ক্রমান্বয়ে; তাপহীন এক আগুন ছোঁয়াবো
দুই তৃতীয়াংশ অতিক্রম করলে
ঝুঁলে পড়বো- একগুচ্ছ আধুনিক নিয়মে।

পরিপূর্ণ পরিপক্কতা এমনেই হয়
ভালোবাসার উৎপত্তি বুঝে গেলে
মানুষে মানুষে মিলন পোড়া মাটির খনন।

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ