প্রহরের কান্না //

বন্যা লিপি ২৮ আগস্ট ২০১৯, বুধবার, ১২:০১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

প্রতিটি অনু পরমাণু কেটে ভাগ করো।
দেখো, দেখো ভগ্নাংশের কিঞ্চিত আলোয় ঝরছে এখনো খুঁজে ফেরা শহরের প্রাণ।
ঘুমন্ত নগরীর একপাশে জীর্ণ ডাস্টবিনে এখনো একাকীত্বের বেহালায় সুর বাজছে।
এখনো গগনবিদারী চিৎকারে হুঙ্কার
আছড়ে ফেরে। আলো দাও, আলো চাই! ক্রমশঃ তলিয়ে যাওয়া নিমজ্জিত কণ্ঠস্বরের হাহাকার তবু বেঁচে থাকে
নির্লজ্জের মতো।

ফেরেনা, ফেরেনা আশা, ফেরেনা স্বপ্নের লাঙল চষা ইচ্ছা।
পরমানু ভেঙে ভেঙে সোচ্চার হয়
আরো বেশি ।
আরো বেশি জড়ো হয়, ভেঙে গড়ে ওঠার ঐশ্বরিক চেষ্টায়।
দেখো, ভেঙে খণ্ডিত হওয়া ভগ্নাংশের
ইচ্ছেরাও কথা কইতে জেগে আছে মৃত নগরীর অন্ধকার প্রহরে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ