হাঁদার মত দাড়িয়ে আছি এক রত্তি হয়ে
নাবলা বলা কথা নিয়ে, হাজার বছরের সারা জীবন,
দড়ির উপর হেঁটে হেঁটে যাওয়া জীবন,
ক্ষয়হীন নিরন্ন নিষ্ঠুরতার জীবন।
এক হিমসিম শূন্য বাতাসেও চেঁচাইনি, সংগতিহীনতার বেড়াজালে;
ধুলোজমা জীবনের উৎকট বিচ্ছিন্নতার নিঝুম দুপুরে
তুমি এলে,
ছায়াঢাকা মায়াময় নতমুখ চোখে,
এলে উৎকণ্ঠিত অবাক চোখের ধীর পায়ে,
ঘন ট্রাফিকের জাল ছিড়ে , সুঘ্রাণের পাতা মাড়ানোর সোনাশব্দ তুলে,
ভুভুজেলায় নয়;
হারানো দুপুরের বিকেলে ফিরছি না আর, হবে ও না ফেরা;
এখানে এখন উষ্ণ ছিপ নৌকা ভর্তি গোলাপি আশীর্বাদের আশাবাদ
থেকে গেছি এখানেই,
গাঢ় মায়াবী আলোচোখের ঘুম জ্যোৎস্নায়
প্রসাধনহীন এক পরিচ্ছন্ন বাস্তবতায়,
সাতমহল শুদ্ধতায়;

0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ